সমর্থকের মুড়ি মিছিল © সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) শফিকুল ইসলাম মাসুদকে ৫০ বস্তা মুড়ি উপহার দিয়েছে তার সমর্থকরা।
বৃহস্পতিবার বিকালে শেরপুর পৌর এলাকার নাগপাড়া মহল্লা থেকে কাঁধে মুড়ির বস্তা নিয়ে একটি মিছিল বের করা হয় এবং সেগুলো তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
শফিকুল ইসলাম মাসুদ এবার মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। মুড়ি মিছিলের আয়োজক পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিব বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী মাসুদকে ভালোবেসে ভক্ত ও সমর্থকরা এই মুড়ি মিছিল করেছে। আমরা নিজের খেয়ে ও নিজেরা কিছু দিয়ে মাসুদ ভাইয়ের নির্বাচন করছি।’
মিছিলে অংশগ্রহণকারীরা জানান, নির্বাচনের প্রচার-প্রচারণার সময় সমর্থকরা মাসুদের বাসায় গেলে এই মুড়ির সঙ্গে চা দিয়ে তাদের আপ্যায়ন করা হবে। এই উদ্দেশ্যেই তারা মুড়ির বস্তা নিয়ে মিছিল করে স্বতন্ত্র প্রার্থী মাসুদের শেরপুর শহরের চক পাঠক মহল্লার বাসায় যান। অভিনব এই মিছিল দেখে শহরের উৎসুক মানুষও আগ্রহ ভরে বিষয়টি উপভোগ করেছেন।