সুখবর পেলেন বিএনপির এক নেতা

৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৪ AM , আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ AM
মো. আনোয়ার হোসেন ভূঁইয়া

মো. আনোয়ার হোসেন ভূঁইয়া © সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে স্ব-পদে পুনর্বহাল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে. এম. সমিল উল্যা সেলিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আদিষ্ট হইয়া আপনাদের (সভাপতি/সাধারণ সম্পাদক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি) জানানো যাচ্ছে যে, ৪ নম্বর নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে মর্মে কেন্দ্রীয় বিএনপি থেকে চিঠি পাওয়া গেছে এবং তাঁকে স্ব-পদে বহাল করার জন্য আমাদেরকে মৌখিক নির্দেশ প্রদান করা হয়েছে। এমতাবস্থায় আনোয়ার হোসেন ভূঁইয়াকে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে পুনর্বহাল করা হলো।

আরও পড়ুন: মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল

আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখন বিএনপি করছি। আমার রক্তে বিএনপি। আমি বিএনপির আদর্শে বিশ্বাসী। আমি বিএনপিতে ছিলাম, আছি এবং থাকব। কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞ। দলকে শক্তিশালী ও গতিশীল করতে সবসময় মাঠে থাকব। সবার কাছে দোয়া চাই।

এদিকে আনোয়ার হোসেন ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্ব-পদে পুনর্বহাল করায় নারায়ণপুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। তাঁর ফিরে আসায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ জুলাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি তাঁকে বহিষ্কার করেছিল। পরে ২০২৬ সালের ২৪ জানুয়ারি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁর সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়।

রেকর্ড ভাঙার পর কমলো স্বর্ণের দাম
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, আবেদন শেষ ৪ ফেব্রুয়ারি
  • ৩০ জানুয়ারি ২০২৬
দেরিতে আসা অফিস সংস্কৃতির ভিড়ে সবার আগে হাজির হন যিনি
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘আমার ভোট আমি যেকোনো কেন্দ্র থেকে দিতে পারছি না কেন, বাধ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভর্তিচ্ছুদের জন্য কুবি শিবিরের ‘শহীদ ওসমান হাদী’ গার্ডিয়ান …
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার
  • ৩০ জানুয়ারি ২০২৬