দলীয় প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী হওয়ায় আরও ৬৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

২১ জানুয়ারি ২০২৬, ০৯:২০ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৯:২৪ PM
বিএনপির লোগো

বিএনপির লোগো © সংগৃহীত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার অপরাধে আরও ৬৯জন নেতাকে দল থেকে বের করে দিয়েছে বিএনপি। আজ বুধবার (২১ জানুয়ারি) বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বহিস্কৃত নেতাদের তালিকা দেয়া হয়েছে। এতে একাধিকবার দলটির সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য এবং ছাত্রদল-যুবদলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বিএনপির আরও নিম্নবর্ণিত নেতৃবৃন্দকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে। আলাদা আলাদাভাবে বিভাগ উল্লেখ করে এসব বহিস্কৃতদের নামের তালিকা দেয়া হয়েছে। 

রংপুর বিভাগ

দিনাজপুর-২ আ ন ম বজলুর রশিদ, দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা বিএনপির উপদেষ্টা।  দিনাজপুর-৫ এ জেডএম রেজয়ানুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য। নীলফামারী-৪, রিয়াদ আরাফান সরকার রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সৈয়দপুর জেলা বিএনপি।

রাজশাহী বিভাগ 

নওগাঁ-৩ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, মহাদেবপুর উপজেলা বিএনপির সদস্য। নাটোর-১, তাইফুল ইসলাম টিপু, সহদপ্তর সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি। নাটোর-১ ডা. ইয়াসির আরশাদ রাজন, জেলা বিএনপি সদস্য। (গত কাল প্রত্যাহারের সময় শেষ হওয়ার ১০ মিনিট পরে প্রত্যাহার পত্র জমা দিতে গিয়েছিল কিন্তু প্রত্যাহার পত্র গৃহীত হয়নি)। নাটোর- ৩, দাউদার মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। রাজশাহ-৫, ইসফা খাইরুল হক শিমুল, পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য। রাজশাহ-৫, ব্যারিস্টার রেজাউল করিম, সহসভাপতি, লন্ডন জিয়া পরিষদ। পাবনা-৩, কেএম আনোয়ারুল ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য। পাবনা-৪, জাকারিয়া পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা জেলা বিএনপি ও সাবেক সাধারণ সম্পাদক, ঈশ্বরদী পৌর বিএনপি।

খুলনা বিভাগ

কুষ্টিয়া-১, নুরুজ্জামান হাবলু মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক দৌলতপুর উপজেলা বিএনপি। নড়াইল-২, মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক। যশোর-৫, এ্যাডভোকেট শহিদ ইকবাল, মনিরামপুর থানা সভাপতি। সাতক্ষীরা-৩, ডা. শহীদুল আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য।বাগেরহাট-১, ইঞ্জিনিয়ার মাসুদ, জেলা বিএনপির সদস্য। বাগেরহাট-৪, খায়রুজ্জামান শিপন, জেলা বিএনপির সদস্য।

বরিশাল বিভাগ 

বরিশাল-১, আব্দুস সোবহান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। পিরোজপুর-২, মোহাম্মদ মাহমুদ হোসেন।

ঢাকা বিভাগ

নারায়ণগঞ্জ-১, মোহাম্মাদ দুলাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য। নারায়ণগঞ্জ-২, মো. আতাউর রহমান খান আঙ্গুর, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য। নারায়ণগঞ্জ-৩, অধ্যাপক মো. রেজাউল করিম, জাতীয় নিবার্হী কমিটি বিএনপির সদস্য। টাঙ্গাইল-১, এ্যডভোকেট মোহাম্মাদ আলী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য। টাঙ্গাইল-৩, লুৎফর রহমান খান আজাদ, উপদেষ্টা চেয়ারপারসন। টাঙ্গাইল-৫ এ্যড. ফরহাদ ইকবাল,  টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক। নরসিংদী-৫, মো. জামাল আহমেদ চৌধুরী, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি। মুন্সিগঞ্জ-১ মো. মুমিন আলী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য। মুন্সিগঞ্জ-৩, মো. মহিউদ্দিন, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব। কিশোরগঞ্জ-১, রেজাউল করিম চুন্নু, কিশোরগঞ্জ সদর থানা বিএনপির সদস্য। কিশোরগঞ্জ-৫, শেখ মজিবুর রহমান ইকবাল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সভাপতি বাজিতপুর উপজেলা বিএনপি। 

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ-১, সালমান ওমর রুবেল, যুগ্ম আহ্বায়ক, হালুয়াঘাট উপজেলা বিএনপি। ময়মনসিংহ-১০, এবি সিদ্দিকুর রহমান, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। ময়মনসিংহ-১১, মো. মোর্শেদ আলম, ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। নেত্রকোনা-৩, মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া, কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য। শেরপুর-৩, মো. আমিনুল ইসলাম বাদশাহ, সাবেক জেলা বিএনপির সদস্য।

ফরিদপুর বিভাগ

মাদারিপুর-১, লাভলু সিদ্দিকী, যুগ্ন-আহ্বায়ক মাদারিপুর জেলা বিএনপি। মাদারিপুর-১, কামাল জামাল নুরুউদ্দিন মোল্লা, সদস্য, শিবচর উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। মাদারিপুর-২, মিল্টন বৈদ্য, সদস্য মাদারিপুর জেলা বিএনপি। রাজবাড়ী-২, নাসিরুল হক সাবু, সদস্য জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। গোপালগঞ্জ-২, এমএস খান মঞ্জু, সদস্য, জেলা বিএনপি। গোপালগঞ্জ-২, সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য, জেলা বিএনপি। গোপালগঞ্জ-৩ এ্যাড. বিবুর রহমান হাবিব, সদস্য, জেলা বিএনপি।

সিলেট বিভাগ

সুনামগঞ্জ-৩, আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। সুনামগঞ্জ-৪, দেওয়ান জয়নুল জাকেরীন, সাবেক সহ সভাপতি জেলা বিএনপি ও সদস্য, আহ্বায়ক কমিটি। সিলেট-৫, মামুনুর রশীদ (চাকসু), উপদেষ্টা (বহিস্কৃত) সিলেট জেলা বিএনপি। মৌলভীবাজার-৪, মহসিন মিয়া মধু, সদস্য, আহ্বায়ক কমিটি জেলা বিএনপি। হবিগঞ্জ-১, শেখ সুজাত মিয়া, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

কুমিল্লা বিভাগ

ব্রাক্ষ্মণবাড়িয়া-১, এ্যাড. কামরুজ্জামান মামুন, সহ-সভাপতি, জেলা বিএনপি। ব্রাক্ষ্মণবাড়িয়া-৫, কাজী নাজমুল হোসেন তাপস, অর্থ বিষয়ক সম্পাদক, জেলা বিএনপি। ব্রাক্ষ্মণবাড়িয়া-৬, কৃষিবিদ সাইদুজ্জামান কামাল, সাধারণ সদস্য। কুমিল্লা-২, ইঞ্জি. আব্দুল মতিন, সাধারণ সদস্য, উপদেষ্টা, ইঞ্জিনিয়ারিং এসোসিয়েশন অব বাংলাদেশ। কুমিল্লা-৭, আতিকুল আলম শাওন, সভাপতি, চান্দিনা উপজেলা বিএনপি। চাঁদপুর-৪, এম এ হান্নান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম-১৪, এ্যাড. মিজানুল হক চৌধুরী, সাবেক সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। চট্টগ্রাম-১৪, শফিকুল ইসলাম রাহী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল। চট্টগ্রাম-১৬, লিয়াকত আলী চেয়ারম্যান, সাবেক যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। নোয়াখালী-২ , কাজী মফিজুর রহমান, সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটি। নোয়াখালী-৬, প্রকৌশলী ফজলুল আজীম, সাবেক সংসদ সদস্য। নোয়াখালী-৬, ইঞ্জিনিয়ার তানবীর উদ্দীন রাজীব, সদস্য নোয়াখালী জেলা বিএনপি।

দলীয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 

ট্যাগ: বিএনপি
মব সৃষ্টি করে পরীক্ষা নিয়ন্ত্রকের দফতরে ঢুকে মারধর, ৮ কর্মক…
  • ২১ জানুয়ারি ২০২৬
সর্বনিম্ন মূল বেতন ৩৫ হাজার টাকা করে ৩১ জানুয়ারির মধ্যে পে …
  • ২১ জানুয়ারি ২০২৬
মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় বিসিএস, ২১ জনের বিরুদ্ধে…
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটকে হতাশায় ডুবিয়ে ফাইনালে রাজশাহী
  • ২১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে কটূক্তি, গ্রেপ্তার ১
  • ২১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১০০-তে ৯৬.৬
  • ২১ জানুয়ারি ২০২৬