বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্যমন্ত্রী আবু সাইয়িদ

২১ জানুয়ারি ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ২১ জানুয়ারি ২০২৬, ০৫:৪৫ PM
মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন আবু সাইয়িদ

মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন আবু সাইয়িদ © সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ জাতীয় নির্বাচনের প্রাক্কালে বিএনপিতে যোগ দিয়েছেন। আওয়ামী লীগের সাবেক এ নেতা আসন্ন নির্বাচনে পাবনা-১ (সাথিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৪টার পর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আবু সাইয়িদের বিএনপিতে যোগদানের তথ্যটি জানিয়েছেন। 

যোগদান প্রসঙ্গে আবু সাঈদ বলেন, ‘সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে তিনি বিএনপিতে যোগদান করেছি।’  

পাবনা-১ (সাথিয়া) আসনে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুদ্ধাপরাধের অভিযোগে দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমীর মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান। আসনটিতে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচনের মাঠে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শামসুল হক।

ওই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন নির্বাচনী মাঠে থাকলেও দলের হাইকমান্ডের নির্দেশে মাঠ ছেড়ে দিয়েছেন।  ওই আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের বিষয়ে সমঝোতার প্রশ্নের অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে দল (বিএনপি)।

অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে  প্রথম সংসদেএবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

এ ছাড়া অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।

যোগদানের আগে গতকাল (মঙ্গলবার) রাতে অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন।

ট্যাগ: বিএনপি
প্রাথমিকের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি
  • ২১ জানুয়ারি ২০২৬
এক নজরে দেখুন ২০ গ্রেডের প্রস্তাবিত বেতন স্কেল
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল কখন, জানালেন ডিজি
  • ২১ জানুয়ারি ২০২৬
ভোটেই হারল বাংলাদেশ, বিশ্বকাপে বিকল্প আলোচনায় যে দল
  • ২১ জানুয়ারি ২০২৬
এমবিবিএস-বিডিএসের নবীন ছাত্রীদের বরণ করল ছাত্রীসংস্থা
  • ২১ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারীদের আবেদন, যা বললেন চেয়ারম্যান
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9