জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের © ভিডিও থেকে নেওয়া
জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা গণভোটে ‘না’ ভোট দেব এবং জনগনকে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। ‘না’ ভোট দেওয়া উচিত এবং এই গণভোট প্রতিষ্ঠিত না হোক, সেটাই আমরা চাই।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীতে আসন্ন জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ডাকা জাতীয় পার্টির সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের অধীনে একটি সরকার। যতই গোজামিল বলেন, এটা একটি সাংবিধানিক সরকার হিসেবে শপথ নিয়েছে। শপথে দৃঢ়ভাবে বলা হয়েছে, আমি সংবিধানের অক্ষত ও নিরাপত্তা বিধান করিব। সংবিধান সংস্কারের জন্য যে গনভোটের ব্যবস্থা করা হয়েছে, সেটার গ্রহণযোগ্য কোনো বিধান সংবিধানে নেই।
গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু নির্বাচিত সাংসদরা সংবিধানের পরিবর্তন করতে পারে। সেই পরিবর্তন হবে সংবিধানের নির্ধারিত প্রক্রিয়ায়। গণভোট কখন কীভাবে হতে পারে, সেটা লিপিবদ্ধ করা আছে। কিন্তু এই গণভোট করতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তাদের শপথ ভঙ্গ করছে।
সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জাতীয় পার্টির এ নেতা বলেন, একইসঙ্গে আমি এটাও বলতে চাই, উনারা এটা যেভাবে করছেন, তা মোটেই বাস্তবসম্মত নয়। এত জটিল বিষয়টাকে উনারা এভাবে করছে, যা একটি অদ্ভুত ব্যাপার। এটার প্রস্তাব যিনি করেছেন, তাকেও আমি সন্দেহ করি। গণভোট সংবিধানসম্মত নয়। তারা যে সংবিধান সংশোধনী আনছেন, তা করা হলে দেশ অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের কোনো মতামত নেওয়া হয়নি এ ব্যাপারে।
আরও পড়ুন: ফেসবুক লাইভে এসে ছাত্রদল কর্মীর ‘আত্মহত্যা’, দায়ী করলেন কাদের?
রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা প্রধানমন্ত্রী হবেন মনে করছেন বা স্বপ্ন দেখছেন তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই। আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই সংবিধান সংশোধন যে এক কথায়, এটা বেআইনি সংবিধান। এটা অবাস্তব এবং সত্যিকার কথা বলতে এটা বাস্তবায়ন হলে দেশ ধ্বংসের পথে এগিয়ে যাবে।
গণভোটে নিজেদের অবস্থান সম্পর্কে জানিয়ে জিএম কাদের বলেন, আমরা মনে করি, সংস্কারের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা গণভোটে ‘না’ ভোট দেব এবং জনগনকে ‘না’ ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আইনের শাসনের স্বার্থে আমরা বিশ্বাস করি যে, এই গণভোটকে আমাদের সকলকে প্রত্যাখ্যান করা উচিত। ‘না’ ভোট দেওয়া উচিত এবং এই গণভোট প্রতিষ্ঠিত না হোক, সেটাই আমরা চাই।
সংবাদ সন্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, শেরিফা কাদের, রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, আলমগীর শিকদার লোটন, শরিফুল ইসলাম জিন্নাহ, ইকবাল হোসেন তাপস, মাইনুর রাব্বি রুম্মন চৌধুরী।