রাশেদ খান © টিডিসি
ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, আমি কোনো সাংবাদিককে হুমকি দিইনি এবং দিতে চাই না। আমাকে নিয়ে সংবাদ প্রকাশে কোনো আপত্তি নেই। তবে সংবাদ প্রকাশের আগে অবশ্যই আমার মন্তব্য বা বক্তব্য নিতে হবে। আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার বক্তব্য নিতে হবে, এটাই সাংবাদিকতা।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
এ সময় দুইটি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রসঙ্গ তুলে ধরে রাশেদ খান বলেন, ‘একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড়, রাশেদ খান চ্যালেঞ্জের মুখে’— শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন করলে তিনি জানান, কালীগঞ্জের একজন অনলাইন প্রতিনিধির পাঠানো তথ্যের ভিত্তিতে সংবাদটি প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
রাশেদ খান বলেন, ওই অনলাইন প্রতিনিধির সঙ্গে কথা বলে জানতে পারি, একজন ব্যক্তি নাম-পরিচয় ছাড়া একটি নিউজ লিখে পাঠিয়েছেন, আর সেটিই যাচাই ছাড়াই প্রকাশ করা হয়েছে।
তিনি আরও বলেন, আমাকে নিয়ে সংবাদ প্রকাশে আমার কোনো আপত্তি নেই। তবে সংবাদ প্রকাশের আগে অবশ্যই আমার মন্তব্য বা বক্তব্য নিতে হবে। আমাকে নিয়ে নিউজ করতে হলে আমার বক্তব্য নিতে হবে, এটাই সাংবাদিকতা।
একটি দৈনিকের সম্পাদকের সঙ্গে কথা বলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এই নিউজটি কীভাবে প্রকাশ হলো, তা আমি জানতে চেয়েছি। কালীগঞ্জে এমন সাংবাদিকতা চলবে না। এখানে বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়পরায়ণ সাংবাদিকতাই চলবে।
সবশেষে রাশেদ খান বলেন, আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না। আমি কোনো সাংবাদিককে থ্রেট করতে চাই না।