জামায়াত প্রার্থী এসএম খালিদুজ্জামান

‘আমি বিএমডিসি রিকগনাইজড ডাক্তার, অথচ এমনভাবে উপস্থাপিত হচ্ছে যেন আমি ভুয়া ডাক্তার’

২০ জানুয়ারি ২০২৬, ০৭:২৬ PM
প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডা. এসএম খালিদুজ্জামান

প্রেস ব্রিফিংয়ে কথা বলছেন ডা. এসএম খালিদুজ্জামান © সংগৃহীত

২০টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি একদিনের ডাক্তার না। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) স্বীকৃত চিকিৎসক হলেও গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমি ‘ভুয়া ডাক্তার’। অনিবন্ধিত বিদেশি উচ্চতর ডিগ্রি ব্যবহারের ঘটনায় বিএমডিসির শোকজের প্রতিক্রিয়ায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক প্রেস ব্রিফিংয়ে এমন কথা বলেছেন ঢাকা-১৭ আসনের জামায়াতের প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনে এসএম খালিদুজ্জামানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী।

ডা. খালিদুজ্জামান বলেছেন, ‘আমি বিএমডিসি রিকগনাইজড একজন ডাক্তার। কিন্তু আনফরচুনেটলি মিডিয়াতে কিছু ক্ষেত্রে এমনভাবে উপস্থাপিত হয়েছে যে, আমি একজন ভুয়া ডাক্তার। এটা খুবই দুঃখজনক।’

বিএমডিসি একটি সায়ত্ত্বশাসিত সংগঠন উল্লেখ করে তিনি বলেন, আনফরচুনেটলি কোন একটা প্ল্যানের থাবায়, প্ল্যান বাস্তবায়ন করতে গিয়ে এরকম প্রতিদ্বন্দীর বিপক্ষে কিছু কথা আমাদের মনে হচ্ছে চলে আসছে। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে অবজার্ভ করছি। যতই প্ল্যান বাস্তবায়ন করুক না কেন, জনগণ কোন অস্বচ্ছ প্ল্যান মেনে নেবে না।

‘এইচএসসি পাস’ ইঙ্গিত করে তিনি বলেন, এটি খুব সামান্য একটা ব্যাপার, একটা এপ্লিকেশন করতে বলছে, আমরা তার জবাব দেব। এটা নিয়ে এরকম বিশাল তুলকালাম করার দরকার ছিল না। এটা করতে গিয়ে বরং... আমি তো একটা রাজনীতি পেশায় আসছি। কিন্তু আমি চাই না যে ভবিষ্যতে সংসদে এসএসসি পাস, ইন্টারমিডিয়েট পাস বা মমতাজ, গায়ক, নায়করা আবার সংসদে যাক। কিন্তু অনেক কিছু বের হয়ে আসছে কিনা? কে এসএসসি পাস করতে যেয়েও দুই-তিনবার ফেল করছে এমনও তথ্যও চলে আসছে।

আরও পড়ুন: এমপি প্রার্থীকে শোকজ নিয়ে যা বলছেন জামায়াতপন্থী চিকিৎসকরা

ডা. খালিদুজ্জামান বলেন, ২০টা দেশের মানুষ আমার কাছে ট্রিটমেন্ট নিতে আসে। আমি তো একদিনের ডাক্তার না। আমি এভারকেয়ারে কাজ করছি, যেখানে জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেআইসি) আমার সিভি তিন বছর অন্তর অন্তর ভেরিফাই করছে। সুতরাং ১৮ বছরে সমস্যা হল না, হঠাৎ করে কেন হল? রাজনৈতিক হীনমন্যতা থেকেই এটা করা হয়েছে। এটা টিকবে না। আমার জনপ্রিয়তা এখানে অনেক বেশি। আমি বিপুল ভোটে পরাজয় করে সংসদে যাব।

সাংবাদিকদের নৈতিকতা বিক্রি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাংবাদিক এবং শিক্ষক যদি তাদের নৈতিকতা কোনো দলের কাছে বন্ধক রেখে ময়দানে আসে, তাহলে সেখানে কিন্তু স্বৈরাচার আবার জন্ম নিবে। আমরা সবাই মিলে এই দেশটাতে গড়ার চেষ্টা করছি। আপনি-আমি না হয় না খেয়ে থাকব, না হয় ঘাস-পাতা খেয়ে থাকব। তারপরও নিজের নৈতিকতাকে বিক্রি করব না। এই প্রতিজ্ঞা করেন আপনারা।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতপন্থী চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. একেএম ওয়ালিউল্লাহ বলেন, আমাদের চিকিৎসা পেশার রেগুলেটরি বডি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল-বিএমডিসির জন্য এটা দুঃখজনক। প্রথম কথা হল, মেডিকেল বিষয়ের এমন অনেক সাবজেক্ট আছে যেগুলোর আমাদের দেশে কোন কোর্স নাই। আর যে সমস্ত বিষয়ের কোর্স আমাদের দেশে নাই, সেগুলোকে বিএমডিসিতে ইভালুয়েট করা, এটাকে সনদ দেওয়া, এটার ব্যবস্থাও নাই। এখন আপনারাই বলেন, যে সমস্ত বিষয়ে চিকিৎসা নেওয়া প্রয়োজন কিন্তু ওই বিষয়ের আমাদের দেশে নাই, কোন একজন ডাক্তার তার নিজের চেষ্টায় বিদেশ থেকে গিয়ে অনেক টাকা খরচ করে, অনেক পরিশ্রম করে একটা ডিগ্রি এনে যদি চিকিৎসার কাজ শুরু করে, আর আমরা যারা বিএমডিসিতে আছি, আমরা যারা এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ন্ত্রণ করব, আমরাই যদি এটার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াই— এর চাইতে আর দুঃখের কথা কি হতে পারে? আমাদের ছোট ভাই খালিদের ক্ষেত্রে এরকমই একটা ঘটনা ঘটেছে।

643
কথা বলছেন ডা. একেএম ওয়ালিউল্লাহ

তিনি বলেন, যে বিষয়ের উচ্চতর ডিগ্রির ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি নাই, আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় হোক বা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে হোক সেই ধরনের একটা বিষয়ে যখন একজন ডাক্তার নিজ দায়িত্বে, নিজের খরচে বিদেশ থেকে শিক্ষা নিয়ে এসে কাজ শুরু করেছে, তখন বিএমডিসির উচিত ছিল এই বিষয়টাকে কিভাবে তাড়াতাড়ি একটা রিকগনিশনের আওতায় আনা যায়, এটার জন্য কিভাবে একটা ফর্মুলা তৈরি করা যায় সেটা তৈরি করা। কিন্তু উল্টা কাজটা করা হল এই ভাইয়ের কাজকে বাধাগ্রস্ত করার জন্য এবং তার পেশাকে প্রশ্নবিদ্ধ করার একটা ব্যবস্থা করা হল। 

ডা. একেএম ওয়ালিউল্লাহ বলেন, জেসিআই আন্তর্জাতিকভাবে চিকিৎসা পেশা এবং চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে এক্রিডিটেশন দেওয়ার একটা অথরিটি। জেসিআইয়ের অথরিটি বাংলাদেশে এক-দুইটা প্রতিষ্ঠানের মাত্র আছে। এর মধ্যে এভারকেয়ার একটা। জেসিআইয়ের এক্রিডিটেশন দেওয়া মানে সারা পৃথিবীতে এটাকে এক্রিডিটেশন দেওয়া। সেই জেসিআইয়ের এক্রিডিটেশনে যে ডাক্তার খালিদুজ্জামান ইনফার্টিলিটিতে কনসালটেন্ট হিসেবে স্বীকৃত, তাকে বিএমডিসির পক্ষ থেকে শোকজ করাটা অত্যন্ত নিন্দনীয় একটা কাজ।

আরও পড়ুন: অনিবন্ধিত বিদেশি ডিগ্রি, জামায়াত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানকে বিএমডিসিরি শোকজ

তিনি আরও বলেন, আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ২৫ বছরে এই ধরনের মাত্র একটা বাচ্চা জন্ম লাভ করেছে। এতে ডাক্তার খালিদুজ্জামানের সহযোগিতা নিতে হয়েছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার সহযোগিতায় একটা এই ধরনের বাচ্চা প্রসবের ব্যবস্থা যেখানে করা হল, সেইখানে এটি এই ধরনের একটা পটেনশিয়াল এবং হাইলি কোয়ালিফাইড ডাক্তারকে প্রশ্নবিদ্ধ করার একটা অপপ্রয়াস।

রাজনৈতিক উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন একটা সময়ে এই কাজটা করা হল যখন ডাক্তার খালিদুজ্জামান বাংলাদেশের একজন সবচাইতে আলোচিত প্রার্থী। এই ধরনের একজন আলোচিত ব্যক্তিত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের একটা দুই নম্বরি প্রক্রিয়া অবলম্বন করাটা, যারা এই প্রক্রিয়াটা অবলম্বন করেছে তাদের জন্য কতটুকু সহায়ক হবে? আমি মনে করি এটা খালিদুজ্জামানের পপুলারিটিকে আরও আকাশচুম্বি করতে সহায়ক হবে। এইটা প্রার্থীর ইমেজ ক্ষুন্ন করার একটা অপপ্রয়াস। কিন্তু আমি মনে করি যেই প্রক্রিয়ায় আমাদের ছোট ভাই খালিদুজ্জামানের ইমেজ ক্ষুন্ন করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে, এটা বুমেরাং হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে ডা. একেএম ওয়ালিউল্লাহ বলেন, বাংলাদেশে কমপক্ষে এক হাজার ব্যক্তি এরকম বিদেশি উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক পাবেন। এর মধ্যে একই বিষয়ের ডিগ্রিধারী চিকিৎসক রয়েছেন অন্তত ২৫ জনের বেশি। তাহলে তাদের নামে কোন ধরনের কোন শোকজ নাই, খালিদুজ্জামানের জন্য কেন শোকজের ব্যবস্থা হল, এটা আপনারাই জাতির কাছে ক্লিয়ার করবেন।

‘এটাই ক্রিকেট, নিদাহাস ট্রফির কথা মনে পড়ছে’, আবেগাপ্লুত কণ্…
  • ২১ জানুয়ারি ২০২৬
আবরার ফাহাদ হত্যার রায় এই সরকার কার্যকর করতে পারলো না: আবরা…
  • ২১ জানুয়ারি ২০২৬
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9