মনোনয়ন প্রত্যাহার না করার দাবিতে জামায়াত প্রার্থীর বাড়িতে এলাকাবাসী

২০ জানুয়ারি ২০২৬, ০২:৩০ PM , আপডেট: ২০ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ PM
জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান ও তা বাড়িতে অবস্থান করা বিক্ষুব্ধদের ভিড়

জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান ও তা বাড়িতে অবস্থান করা বিক্ষুব্ধদের ভিড় © সংগৃহীত ও সম্পাদিত

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। জামায়াত নেতৃতাধীন জোট থেকে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে খেলাফত মজলিসের আহমদ বেলাল নির্বাচন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী জামায়াতের প্রার্থী আব্দুল মান্নানের আজ মনোনয়ন প্রত্যাহারের কথা থাকলেও তাকে সাধারণ জনতার অবরোধের কারণে তা অনিশ্চয়তার মুখে পড়েছে।

তাদের দাবি, জামায়াত জোট থেকে জামায়াত নেতা আব্দুল মান্নানই নির্বাচন করুক এবং মনোনয়ন প্রত্যাহার না করুক। তিনি যেন প্রার্থিতা প্রত্যাহার করতে না যেতে পারেন, সেজন্যই এই নেতার বাড়িতে নিজেদের অবস্থান বলে দাবি তাদের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজনগর উপজেলার দত্তগ্রামে আব্দুল মান্নানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান দিন-রাত মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তবে জোটগত সিদ্ধান্তে তার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। 

আরও পড়ুন: জামায়াতের প্রার্থীরা কয়টি আসনে নির্বাচন করবেন, সর্বশেষ যা জানা যাচ্ছে

অবস্থানকারীরা বলছেন, আমরা দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেব। তাকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেওয়া হবে না।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী গণমাধ্যমকে বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জনগণ একটি পরিবর্তন চেয়েছিলো। সেই প্রত্যাশা থেকেই আমাদের প্রার্থী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু জোটের কারণে প্রার্থী বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।

আব্দুল মন্নানের ছেলে ডা. তানভীর গণমাধ্যমকে বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করছেন। এ জন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, তাই সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরুদ্ধ করেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই নির্বাচনী এলাকার বাসিন্দা ও আমার বাবার কর্মী।

 

ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় ৯৩ শত…
  • ২০ জানুয়ারি ২০২৬
বদলির সংশোধিত নীতিমালা জারি নিয়ে সর্বশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে গাজীপুরে ছাত্রশিবিরের বিক…
  • ২০ জানুয়ারি ২০২৬
ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে প্রথম হলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিএনপি দেশকে এ…
  • ২০ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফ্রি ডেন্টাল চেকআপ 
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9