জাতীয় নির্বাচনে ২২০ আসনে প্রার্থী দিতে পারে জামায়াতে ইসলামী © টিডিসি সম্পাদিত
ইসলামী আন্দোলন বাংলাদেশ চলে যাওয়ার পর জামায়াতে ইসলামীসহ ১০ দলের মধ্যে ৪৭ আসনের সমঝোতা নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত জামায়াত অন্তত ২২০টি আসনে নির্বাচন করতে পারে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক সদস্য। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান তিনি।
জামায়াতের কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে। সবমিলিয়ে আমরা ২২০টির মতো আসনে প্রার্থী রাখব। বাকি আসনগুলো অন্য দল পাবে। রাতে এ বিষয়ে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে।’
এর আগে ১০ দলের শীর্ষ নেতারা সোমবার (১৯ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসেন। এতে ৩২ আসন নিজেদের জন্য রাখার প্রস্তাব দিয়েছে দলটি। বাকি আসনগুলো পাবে ৯ দল। ইতিমধ্যে ২৫৩টি আসন বণ্টনের চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফেসবুকে কোন নেতার ফলোয়ার কত?
জানা গেছে, বাকি ৪৭ আসনের মধ্যে জামায়াত বেশিরভাগ আসন পাবে। আর অন্যগুলো মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মসলিস ও নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দেওয়া হতে পারে। জনপ্রিয়তা ও দলীয় অবস্থান বিবেচনায় আজ আসন বণ্টন চূড়ান্ত করা হবে বলে নেতারা জানান।
আগের সমঝোতা অনুযায়ী, ২৫৩ আসনের মধ্যে জামায়াত ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, নেজামে ইসলাম পার্টি ২, এবি পার্টি ৩ ও বিডিপি দুটি আসন পেয়েছে।