বিএনপির লোগো ও দলে ফেরানো নেতা মনিরুল আলম সেন্টু © সংগৃহীত ও সম্পাদিত
২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের প্রচার কাজের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছিল ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে। এরপর তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও নির্বাচিত হয়েছিলেন। এবার এ নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
বিবৃতিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য নারায়ণগঞ্জ জেলাধীন ফতুল্লা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম সেন্টুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২০ জানুয়ারি, ২০২৬ তারিখ তার বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হল।
উল্লেখ্য, মনিরুল আলম সেন্টু ২০১৮ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের নির্বাচনী প্রচারকাজে অংশ নেয়ার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর সেন্টু আওয়ামী লীগে যোগদান করেন। সবশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন। জুলাই গণঅভ্যুত্থান চলাকালেও বিএনপি জামায়াতকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রতিহত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। ৫ আগস্টের পর একাধিক মামলার আসামী হন সেন্টু। ২০২৫ সালের ৫ জানুয়ারি দলে ফিরতে আবেদন করেন সেন্টু।