ভিপি নুর © সংগৃহীত ছবি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে সাংগঠনিকভাবে কাজ না করায় পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে দলটির পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত জানানো হয়।
ওইদিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি বিবৃতি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটনের কাছে পাঠানো হয়।
বিবৃতিতে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির সাংগঠনিক কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। পরবর্তীতে পৃথক এক প্রেস বিজ্ঞপ্তিতে গলাচিপা পৌর বিএনপির কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এ কারণে আসনটিতে কোনো দলীয় প্রার্থী দেয়নি দলটি। তবে গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির একটি বড় অংশ নুরের পক্ষে কাজ করতে অনীহা প্রকাশ করে আসছিলেন। অভিযোগ ওঠে, তারা জোটের প্রার্থীর পরিবর্তে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন।
উল্লেখ্য, এর আগে নুরের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত ৩০ ডিসেম্বর দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকেও সব ধরনের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করে বিএনপি। এমন পরিস্থিতিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে ও জোটের সিদ্ধান্ত বাস্তবায়নে কেন্দ্রীয় নেতৃত্ব জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।