বিএনপি নেতা © টিডিসি ফটো
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ককে অব্যাহতি দিয়েছে পটুয়াখালি জেলা বিএনপি। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনার আপনার নিকট থেকে ব্যাখ্যা তলব করা হয়েছিল। আপনার দেওয়া লিখিত ব্যাখ্যা জেলা বিএনপির পর্যলোচনায় গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি। তাই আপনাকে দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র অনুসারে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক ও সকল ধরণের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।'
জেলা বিএনপির সূত্র জানায়, পটুয়াখালী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সভা-সমাবেশ আয়োজন করেন আব্দুল জব্বার মৃধা। এসব সভায় তিনি মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর মন্তব্য করে আসছিলেন। তার বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীরা একাধিক লিখিত অভিযোগও করেন। পরে এসব অভিযোগের বিষয়ে গত ১৪ জানুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। দুই দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হলেও তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন। তবে আব্দুল জব্বার মৃধার মুঠোফোন নম্বর বন্ধ থাকায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।