খলিলুর রহমানের দেওয়া পোস্ট ও ড. সরোয়ার হোসেন © টিডিসি সম্পাদিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে ইসলামী আন্দোলনের হয়ে হাতপাখা মার্কায় নির্বাচন করবেন দলটির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুহাম্মদ খলিলুর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে হাতপাখার একটি ছবি দিয়ে ভোট চেয়ে পোস্ট দেন তিনি। পোস্টে দেওয়া হাতপাখার ছবিটি ছিল বিভিন্ন রঙে সজ্জিত, যা দেখতে অনেকটা রংধনুর মতো মনে হচ্ছিল।
বিষয়টি নজরে আসার পর সামাজিক মাধ্যমে আপত্তি জানিয়ে পোস্ট দেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) শিক্ষক অধ্যাপক ড. সরোয়ার হোসেন।
শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া পোস্টে ড. সরোয়ার আলম খলিলুর রহমানের পোস্টটি শেয়ার করে বলেন, ‘সচেতনতার জন্য বিষয়টি উল্লেখ করছি। ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রংধনু পাখা দিয়ে ক্যাম্পেইন করছেন। এটা মমকামিতা/এলজি প্রতীক হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া পাখার কালার এমনও থাকে না।
আরও পড়ুন: অপসাংবাদিকতার শিকার হয়েছি: মামুনুল হক
তিনি আরও বলেন, ইসলামি ব্যাকগ্রাউন্ডের লোকদের বিশ্ব, সময় সম্পর্কে এত বেখেয়াল হওয়ার কারণে আমাদের ওপর পশ্চিমা আধিপত্যবাদ ভর করে।
এদিকে জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোট না করার সিদ্ধান্ত নেয় ইসলামী আন্দোলন। গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটি। এরপর আজ শনিবার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক শেষে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গে জানায়, এ বিষয়ে সরাসরি আজকের বৈঠকে আলোচনা না হলেও দলের ১০ দলের লিয়াজোঁ কমিটি এ বিষয়ে আলোচনা করে শীর্ষ নেতৃত্বকে প্রস্তাবনা জানাবে। এর ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, একটি সূত্র থেকে বলা হয়েছিল যে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অপেক্ষা করা হবে এবং গতকাল এনসিপির আসিফ মাহমুদ বলেছেন যে তারা জাতীয় নির্বাচনে জোটের সঙ্গেই থাকবে, তাই এ বিষয়টি লিয়াজোঁ কমিটি পর্যালোচনা করছে।