বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতার ছাত্রদলে যোগদান © সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকীসহ প্লাটফর্মটির শীর্ষ কয়েকজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠান আয়োজন করে তাদেরকে বরণ করে নেয় ছাত্রদল।
রিদুয়ান সিদ্দিকীর সঙ্গে আরও যোগ দেন বৈষম্যবিরোধী আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মুজিবুর রহমান, সদস্য মো. আদনান, মো. মারুফ, মো. মাসুদ, মো. জিয়া উদ্দিন, মো. রিয়াদ এবং মো. সামির সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।
এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক আইন বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন। আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি মহিন উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল উদ্দিন মুন্না। অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।