তারেক রহমানের সঙ্গে হামিমের সাক্ষাৎ © সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের খোঁজ নিয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) তারেক রহমানের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামিমের সাক্ষাতের একটি ভিডিও দেখা যায়।
হামিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, তারেক রহমান দূর থেকে হামিমকে দেখে নিজে দরজা খুলে তাকে কাছে ডেকে নেন এবং কুশল বিনিময় করেন।
ভিডিওটির ক্যাপশন ও কমেন্টে অনুভূতি প্রকাশ করে হামিম লেখেন, ‘আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই। তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।’
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই তারেক রহমানের এমন আন্তরিক আচরণের প্রশংসা করেন এবং হামিমের প্রতি শুভকামনা জানান।