আসছে নতুন রাজনৈতিক প্লাটফর্ম, নেতৃত্বে কারা ?

১৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৫ PM , আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ PM
বাম ও মধ্যপহ্নিদের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম

বাম ও মধ্যপহ্নিদের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাম ও মধ্যপহ্নিদের সমন্বয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক প্লাটফর্ম। এনসিপি থেকে পদত্যাগকারীদের একাংশ, জুলাইয়ে সম্মুখসারীতে থাকা কিছু যোদ্ধা ও বামধারার রাজনীতিতে সম্পৃক্ত কয়েকজন এই উদ্যোগে যুক্ত হচ্ছেন। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই প্লাটফর্মের আনুষ্ঠানিক ঘোষণার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

রাজনৈতিক প্লাটফর্ম গঠন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত এক বছর ধরে নতুন এই প্লাটফর্ম গঠন নিয়ে কাজ চলছে। সংসদ নির্বাচন শেষে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ ঘটানোর পরিকল্পনা আছে। প্লাটফর্মটির নাম এখনো ঠিক হয়নি। তবে ‘জনযাত্রা’, ‘পিপলস মার্চ’, ‘গণসফর’, ‘ইজতেহাদ’ কিংবা ‘পিপলস অ্যাকশন’ নামগুলো নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিক থাকলে এই পাঁচটি নাম থেকে একটি চূড়ান্ত হবে।

জানা গেছে, এনসিপি থেকে পদত্যাগকারীদের মধ্যে সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় ও সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এই প্লাটফর্মে যুক্ত হতে পারেন। তবে জামায়াতের সঙ্গে জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ করে পদত্যাগ করা এনসিপির নেতাদের কেউ এই উদ্যোগে এখনই যাচ্ছেন না। তবে সম্প্রতি এনসিপি থেকে পদত্যাগ করা একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পদত্যাগ করা অনেকের সাথেই যোগযোগ করছে প্লাটফর্মটির উদ্যোক্তারা। ভবিষত্যে অনেকে যুক্ত হতে পারেন তাদের সাথে।’

এ বিষয়ে অনিক রায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্প্রতি এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন,মাত্রই পদত্যাগ করছেন তো তারা আর একটু সময় নিক। তাদের নিজেদেরও একটু বোঝাপড়ার বিষয় আছে। তাদের সবার সাথেই আমাদের যোগাযোগ আছে। কিন্তু আমরা তো এটা (প্লাটফর্ম) আসলে ধীরে ধীরে আরো বড় করবো। আমরা ঐদিন (শুক্রবার) ছোট আকারে শুরু করছি।  আমরা ধীরে ধীরে আরো মানুষজনকে যুক্ত করবো। নানান জন নানান ভাবে বলছেন, সময়ও চাচ্ছেন অনেকে। 

এরআগে সোমবার (১২ জানুয়ারি) অনিক রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে লেখেন, এই নিউজটার হেডলাইনটিতে সমস্যা রয়েছে। এই প্ল্যাটফর্ম গড়ার কাজ প্রায় বছরখানেক আগে থেকে করছেন এর উদ্যোক্তারা। আমার বা তুহিন খানের এনসিপি ছাড়ারও আগে থেকে। ফলে, এনসিপি থেকে পদত্যাগীদের নেতৃত্বে কিছু হচ্ছে না। ‎বাংলাদেশে গণতন্ত্র আছে নামে, কিন্তু বাস্তবে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ নেই। রাজনীতি ধনী ও ক্ষমতাবানদের হাতে বন্দি। অন্যদিকে, বাজার অর্থনীতি মানুষের জীবনকে আরও অনিরাপদ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সবই ব্যবসা হয়ে গেছে। শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত কারো কথাই নীতিনির্ধারণে গুরুত্ব পায় না।

তিনি আরও লেখেন, ‘‎পুরোনো রাজনীতিতে কেন ভরসা রাখা যাচ্ছে না, তা নিয়ে নতুন করে বলার কিছু নাই। জুলাই এরপর থেকে এখন পর্যন্ত যা হল বা হচ্ছে তাই প্রমান। ফলে, নতুন প্রচুর প্ল্যাটফর্ম দরকার। যারা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে লড়াইটা চালিয়ে যাবে। ‎এই উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মের উদ্যোক্তারা কাজ করে যাচ্ছিলেন। আমি শুধুই তাদের সাথে যুক্ত হয়েছি। আর প্ল্যাটফর্মের নাম নিয়ে আরেকটু মজা চলুক। দেখা যাক, ১৬ তারিখ কি হয়।’ 

এর আগে গত শনিবার অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন। সূত্র বলছে, মাহফুজ আলমের দল গঠনের গুঞ্জন থাকলেও নতুন প্লাটফর্মের সঙ্গে তার সংশ্লিষ্ঠতা নেই। মাহফুজ আলম যুক্ত হবেন কি জানতে চাইলে অনিক রায় দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের অন্যতম একজন শুভাকাঙ্ক্ষী তিনি। কিন্তু তিনিও মাত্রই মন্ত্রিত্ব ছেড়েছেন, একটা রাজনৈতিক কমপ্লেক্সের মধ্যে আছেন। তিনিও আরেকটু নিশ্চয় গুছিয়ে নিবেন । আমাদের সাথে তার মানে কারও কোন বিরোধ নেই ।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু নতুন এই প্লাটফর্মে যুক্ত হচ্ছেন। পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মীর হুযাইফা আল মামদূহসহ আরও বেশ কিছু নেতা এই প্লাটফর্মে যোগ দিবেন বলে নিশ্চিত করেছেন প্লাটফর্মটির সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন।

এই প্লাটফর্ম থেকে পরবর্তীতে কালেক্টিভ লিডারশিপ গড়ে ওঠার ভিত্তিতে আমরা রাজনৈতিক দল করার দিকে এগোবো মন্তব্য করে নাজিফা জান্নাত দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, `রাজনৈতিক দল হিসেবে নয়, আসলে এটি একটি রাজনৈতিক প্লাটফর্ম। এই প্লাটফর্ম থেকে পরবর্তীতে কালেক্টিভ লিডারশিপ গড়ে ওঠার ভিত্তিতে আমরা রাজনৈতিক দল করার দিকে এগোবো। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমাদের আসলে মনে হয়েছে যে গণ-অভুত্থানের পর যেই ঘটনাবলির মধ্য দিয়ে আমরা গিয়েছি সেটার পরে আসলে নতুন এই প্লাটফর্ম তৈরির প্রয়োজন হয়েছে। শুধু তারুণ্য ভিত্তিক রাজনৈতিক প্লাটফর্ম এরকমটি নয়, আমাদের জৈষ্ঠ্য অনেকদিন ধরে রাজনীতিতে সংশ্লিষ্ট মানুষও এখানে যুক্ত হচ্ছেন।’

নদীতে কুমিরের আতঙ্কে পদ্মার তীরের মানুষ
  • ১৪ জানুয়ারি ২০২৬
সীমান্তে আটক বাংলাদেশি নারী ও শিশুকে ফেরত দিল বিএসএফ
  • ১৪ জানুয়ারি ২০২৬
মাধ্যমিক পর্যায়ে ভোলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হামিদ পারভেজ
  • ১৪ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার মাগফেরাত কামনায় জবিতে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
  • ১৪ জানুয়ারি ২০২৬
ভাইরাল হওয়া ভুয়া ছবির ভিত্তিতে ছাত্রদল নেতা গ্রেফতার, অত:পর…
  • ১৪ জানুয়ারি ২০২৬
হাদি, সৌম্যদের হত্যার বিচার হতেই হবে: বিএনপি মহাসচিব
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9