আলোচিত চিনির ট্রাক ছিনতাইয়ে জড়িয়ে স্থায়ী বহিষ্কার হওয়া সেই নেতাও বিএনপিতে ফিরলেন

১১ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ PM
মো. সোলেমান হোসেন সুমন

মো. সোলেমান হোসেন সুমন © টিডিসি ফটো

আলোচিত চোরাচালানের চিনি ছিনতাই চেষ্টার ঘটনায় গ্রেপ্তার হয়ে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কৃত সিলেট বিএনপির নেতা মো. সোলেমান হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মাধ্যমে দীর্ঘ সময় পর তিনি আবারও দলীয় রাজনীতিতে ফিরলেন।

আজ রবিবার (১১ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোলেমান হোসেন সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। একই বিজ্ঞপ্তিতে আরও সাতজন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথাও উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট নেতাদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক সদস্য পদও পুনর্বহাল করা হয়েছে।

জানা যায়, মো. সোলেমান হোসেন সুমন সিলেট মহানগর বিএনপির ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। এর আগে ২০২৪ সালে সিলেটের ওসমানী নগর উপজেলায় চোরাচালানের চিনি বহনকারী একটি ট্রাক ছিনতাই চেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। বালুবাহী ট্রাকের আড়ালে চিনি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল এক সপ্তাহের মধ্যে

ঘটনার রাতে উপজেলার সাদিপুর সেতুর উত্তরপাড় ইব্রাহীমপুর এলাকা থেকে সুমনসহ ছয়জনকে আটক করা হয়। পরদিন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুমনসহ বিএনপির দুই নেতাকে বহিষ্কার করে। পরে কেন্দ্রীয় সিদ্ধান্তে তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এদিকে একই বছরে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় বিএনপি। দলীয়ভাবে নেতাকর্মীদের নির্বাচনে অংশ না নেওয়ার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদকে বহিষ্কার করা হয়। একই অভিযোগে দেশের বিভিন্ন স্থানে বিএনপির আরও বেশ কয়েকজন নেতাকর্মীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে সর্বশেষ বিজ্ঞপ্তিতে হারুনুর রশিদের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়। 

ট্যাগ: বিএনপি
চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9