গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব: জুনায়েদ সাকি

০৪ জানুয়ারি ২০২৬, ০৬:৪৩ AM
জুনায়েদ সাকি

জুনায়েদ সাকি © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) সংসদীয় আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সমর্থিত প্রার্থী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি)-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

এ আসনে দাখিল করা জোনায়েদ সাকিসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ বলে ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জোনায়েদ সাকি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আজ পর্যন্ত মূলত প্রার্থী বাছাই নিয়েই ব্যস্ত ছিল। আগামীকাল সকাল থেকে প্রার্থীরা নিজস্ব প্রতীক নিয়ে প্রচার চালাতে পারবে না; তবে গণভোটের প্রচার করা যাবে। গণভোটের প্রচারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো বাধা নেই। বরং নির্বাচন কমিশন ও সরকার উভয়ই গণভোটের প্রচার করছে।

তিনি আরও বলেন, আগামীকাল থেকেই গণভোট বিষয়ে জনগণকে উৎসাহিত করা প্রত্যেকটি দলের দায়িত্ব। ভোটের মাধ্যমে যে সংস্কারের আকাঙ্ক্ষা রক্তস্নাত অভ্যুত্থানের ফল হিসেবে তা বাস্তবায়নের পক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে।

গণভোট ও নির্বাচন একই দিনে হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এতে সাংঘর্ষিক হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি  গোপন কক্ষে দুটি বুথ থাকবে একটি গণভোটের জন্য, অন্যটি জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের জন্য। একজন ভোটার দুটি ভোট দিয়ে বের হয়ে যাবেন।

তিনি বলেন, একই দিনে ভোট আয়োজন করাটা বর্তমান বাস্তবতায় সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর সিদ্ধান্ত। এতে একদিকে অর্থনৈতিক সাশ্রয় হবে, অন্যদিকে আগে-পরে ভোট হলে যে জটিলতা তৈরি হতো, তা এড়ানো যাবে। শেষ পর্যন্ত নেওয়া এই সিদ্ধান্তই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে মঙ্গলজনক ও সঠিক সিদ্ধান্ত। আমাদের সবার দায়িত্ব হলো এটিকে সফল করা।

জামিনে মুক্তি পেলেন সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আদিব পৃথু
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম নটরডেমের আকিফ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি হামলায় জামায়াত নেতা নিহতের প্রতিবাদে চবিতে শিবিরের ব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরে বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, মধ্যরাতে ঢাবিতে বি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
diuimage