গুলশান কার্যালয়ে ছারছীনার পীর, মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ

০১ জানুয়ারি ২০২৬, ০৩:০১ PM , আপডেট: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:০৯ PM
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছারছীন দরবার শরিফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছারছীন দরবার শরিফের পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ © টিডিসি ফটো

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ছারছীনা দরবার শরিফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে চেয়ারপারসনের কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোক জানাতে গিয়ে পীর সাহেব অন্যান্য আলেমদের সঙ্গে নিয়ে সাক্ষাৎ করেন। 

এ সময় তিনি বেগম খালেদা জিয়ার শোক বইতে স্বাক্ষর করেন। ছারছীনার পীর বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর ভাবে শোকাহত ও মর্মাহত। তিনি দেশ জাতি ও ইসলামের স্বার্থে যে খেদমত করে গিয়েছেন আল্লাহপাক তার প্রতিদান প্রদান করুক, আমি তার রূহের মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কান্ডারী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ কামনা করছি।

আলেমদের সঙ্গে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চেয়ারপারসন খালেদা জিয়ার চলে যাওয়া নির্বাচনের ওপর কোন নেতিবাচক প্রভাব পড়বে না। বরং আমি মনে করি, এই যে তার চলে যাওয়ার মধ্যদিয়ে সারাদেশে সাধারণ মানুষের মধ্যে যে ইমোশন তৈরি হয়েছে, যে ভালোবাসা তৈরি হয়েছে সেই ইমোশন, সেই ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির  বিজয়ে আরও জোরালো ভূমিকা রাখবে। বিপুল ভোটে বিএনপি বিজয়ের মধ্যদিয়ে জনগণের কল্যাণের লক্ষ্যে সরকার গঠন করবে।

খালেদা জিয়ার চলে যাওয়ায় তারেক রহমানের ওপর কোন চাপ তৈরি হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাংলাদেশী জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন, আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সেই জাতীয়তাবাদী দর্শনের চেতনা, সেই পতাকাকে সারাজীবন এগিয়ে নিয়ে গিয়েছেন, তাকে আরও শক্তিশালী করেছেন। জনগণের কাছে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করেছেন। তার সেই আদর্শ, তার সেই দর্শন, তার সেই পতাকাকে আমাদের নেতা তারেক রহমান গুরু দায়িত্ব হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাবেন। শক্তিশালী করবেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার চলে যাওয়ার ফলে তৈরি ইমোশন, বিএনপির জয়ে জোরালো ভূমিকা রাখবে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের নেত্রী জীবনের শেষ দিন পর্যন্ত অসুস্থ থেকেও এদেশ ছেড়ে যাননি। এমনকি তিনি চিকিৎসার জন্যও বিদেশ যেতে চাননি। জনগণ এসবই দেখেছে। গণতন্ত্রের প্রতি, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা ও অবদান—মানুষ তা উপলব্ধি করেছে। সেই কারণেই শেষ শ্রদ্ধা জানাতে ও তার জানাজায় অংশ নিতে সারাদেশ থেকে মানুষ পাগলের মতো ছুটে এসেছে। এগুলোই জনগণের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মনে যে আবেগ ও ভালোবাসা তৈরি হয়েছে, সেটাই বিএনপির বিজয়ে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

বৈঠকে আরও ছিলেন মীর্জা নুরুর রহমান বেগ, নায়েবে আমির বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ড. সৈয়দ শারাফত আলী, নাযেমে আলা বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মির্জা শোয়েবুর রহমান বেগ, সদস্য মজলিসে আমেলা, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মাওলানা হেমায়েত বিন তৈয়ব, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ।

কেন কৃষি প্রকৌশল হতে পারে আপনার প্রথম পছন্দ?
  • ০২ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে আরও তিন আওয়ামী লীগ নেতার পদত্যাগ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম, যেমন হলো একাদশ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০
  • ০২ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন অভিজ্ঞতা ছ…
  • ০২ জানুয়ারি ২০২৬
নোয়াখালীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!