খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল © টিডিসি ফটো
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ঢল নামে রাজধানীতে। নতুন বছরের প্রথম দিনেও শোকে স্তব্ধ পুরো জাতি।
বুধবার (৩১ জানুয়ারি) তার জানাজার পর থেকেই খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের আগমন লক্ষ্য করা যায়। অনেকেই জানাজার পর দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রবেশপথ বন্ধ রাখায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখ এলাকায় সাধারণ মানুষ এবং বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেডের কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়।
পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশ ও জিয়ারতের জন্য উম্মুক্ত করা হয়।
ঘণ্টাখানেক আগে বিএনপির এক যুগ্ম মহাসচিব পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। তিনি ব্যারিকেডের বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করেন এবং চলে যান।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। তার মৃত্যু, জানাজা ও পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।’ খালেদা জিয়া, বিএনপি, সাবেক প্রধানমন্ত্রী, কবর জিয়ারত, জানাজা, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, জনসমাগম, বাংলাদেশ