‘টাকা, মামু-খালু, না থাকলে রাজনীতি কইরেন না’
দুধ দিয়ে গোসল যুবদল নেতার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ PM
নিজের ফেসবুক আইডি থেকে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও আপলোড করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য মো. হোসেন মিয়া। একইসাথে, অন্যদের টাকা-পয়সা, প্রভাবশালী মামা-খালু, কিংবা শ্বশুর না থাকলে রাজনীতি না করার পরামর্শও দিয়েছেন তিনি।
রবিবার (৭ ডিসেম্বর) সকালে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ ফেসবুক আইডিতে দুধ ঢেলে গোসল করার ওই ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওর ক্যাপশনে তিনি জানান, তিনি আর রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে চান না।
হোসেন মিয়া জানান, দীর্ঘদিন ধরে দলীয় নেতা-কর্মীদের নানা কর্মকাণ্ডে তিনি গভীরভাবে অসন্তুষ্ট। এসব কারণেই শেষ পর্যন্ত রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
জানা গেছে, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের বাসিন্দা মো. হোসেন মিয়া স্থানীয় যুবদলের সক্রিয় সদস্য ছিলেন।
আরও পড়ুন: নির্বাচনী এলাকায় হেনস্থার শিকার ব্যারিস্টার ফুয়াদ
পোস্ট করা ভিডিওতে দুধ দিয়ে গোসল করতে করতে হোসেন মিয়াকে বলতে শোনা যায়, জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। জীবনেও আর রাজনীতি করব না। জীবনের সবকিছু ব্যয় করেছি রাজনীতির পেছনে।
তিনি এসময় বলেন, দলের সকল কর্মীর উদ্দেশে বলতে চাই, জীবনে যদি টাকা না থাকে, মামু-খালু না থাকে, শ্বশুরবাড়ি পাওয়ার (ক্ষমতা) না থাকে, তাহলে তারা রাজনীতি কইরেন না। করলে আমার মতো অবস্থা হবে। জীবন থেকে রাজনীতি একেবারে মুইছা ফেললাম। এই জন্য দুধ দিয়ে গোসল করলাম। রাজনীতি আর করব না।
এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক রাশেদ জামান গণমাধ্যমকে জানান, ওই নেতার ফেসবুক আইডি ঘেঁটে তার রাজনীতি ছাড়ার ঘোষণার বিষয়টি জেনেছেন। ভিডিওটি দেখেছেন। এ নিয়ে আপাতত কিছু বলতে চান না। এ বিষয়ে পরে তার সঙ্গে কথা বলবেন।