গরিবের ডাক্তার খ্যাত শহিদুলের পক্ষ নেওয়ায় যুবদলের পাঁচ নেতাকে শোকজ

২০ নভেম্বর ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ১০:৪৮ AM
বিএনপির মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলম

বিএনপির মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলম © টিডিসি সম্পাদিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনীত ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে বিরুদ্ধাচরণ এবং বহিরাগত মনোনয়নপ্রত্যাশীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগে উপজেলা যুবদলের শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বুধবার (১৯ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় সহ–দপ্তর সম্পাদক মিরাজুল ইসলাম তুহিন স্বাক্ষরিত চিঠিতে তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করা হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া নেতারা হলেন—কালিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব শেখ এম. আজিজ, যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ জজ।

নোটিশে বলা হয়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সামনে হাজির হয়ে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব প্রদানে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের রায় আজ

চিঠিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক দায়িত্ব পালনের সময় উপজেলা যুবদলের নাম ও অবস্থান ব্যবহার করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া দলীয় নীতিমালা ও শৃঙ্খলার স্পষ্ট লঙ্ঘন। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং তৃণমূল কাঠামো বিভ্রান্ত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি অবমাননাকর আচরণ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগও তদন্তাধীন রয়েছে। দলের কঠিন সময়ে নেতাদের এ ধরনের কর্মকাণ্ড সংগঠনবিরোধী এবং চলমান আন্দোলন–সংগ্রামে প্রতিবন্ধকতা তৈরি করে বলে নোটিশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, বিএনপি মনোনীত প্রার্থীদের নাম ঘোষণার পর ৩ নভেম্বর উল্লিখিত নেতারা সাতক্ষীরা–৩ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থী কাজী আলাউদ্দিনের বিরুদ্ধে অবস্থান নেন এবং মনোনয়নবঞ্চিত ডা. শহিদুল আলমকে প্রার্থী ঘোষণার দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয় এবং তৃণমূল পর্যায়ে দলের জনসমর্থন কমতে থাকে।

চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোকে গোল বন্যায় ভাসাল রিয়াল মাদ্রিদ
  • ২১ জানুয়ারি ২০২৬
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের নির্মূল করা হবে: র‍্যাব মহাপরিচ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বক্তব্য ছাড়া সংবাদ প্রকাশ না করার আহ্বান রাশেদ খানের
  • ২১ জানুয়ারি ২০২৬
পুকুরে মুখ ধুতে গিয়ে প্রাণ গেল ৩ বছরের হুমায়রার
  • ২১ জানুয়ারি ২০২৬
আজ প্রধান উপদেষ্টার হাতে নতুন বেতন কাঠামোর প্রতিবেদন দিবে প…
  • ২১ জানুয়ারি ২০২৬
গাজার ‘বোর্ড অব পিস’ এ পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9