প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে যুবদল নেতাকে হত্যা, যা দেখা গেল সিসি ক্যামেরায়

গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজ
গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজ  © ভিভিও থেকে নেওয়া

ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করা হয় পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে রাজধানীর পল্লবীর একটি দোকানে ১৪ সেকেন্ডের মধ্যেই তাকে হত্যা করে পালিয়ে যান তিন ব্যক্তি। রাত সোয়া ৮টায় দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন পল্লবী থানার এসআই রাশেদুল ইসলাম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে হঠাৎ একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করেন কিবরিয়া। সঙ্গে সঙ্গে অন্য দরজা দিয়ে ঢোকে কয়েকজন হেলমেট পরিহিত ব্যক্তি। তারা কিবরিয়ার দিকে আগ্নেয়াস্ত্র তাক করে এগিয়ে আসে।

কিবরিয়া বাঁচার চেষ্টা করে বসে পড়েন। প্রথম ব্যক্তি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে কিবরিয়ার পিঠ ও মাথার পেছনে গুলি চালান এবং দ্রুত বেরিয়ে যান। এরপর আরেকজন তার বুকে ও মাথায় আরও কয়েকটি গুলি ছোড়ে। এরপর নিথর হয়ে পরে যুবদল নেতা কিবরিয়ার দেহ।

মাত্র ১৪ সেকেন্ডের মধ্যেই এই হত্যাকাণ্ডের ঘঠনা ঘটে। এই সময়ের মধ্যে তিনজন হেলমেট পরিহিত ব্যক্তি কিবরিয়াকে হত্যা করে চলে যান। দোকানের ভেতরে থাকা অন্যান্য লোকজন আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান।

এসআই রাশেদুল ইসলাম বলেন, পল্লবীর ব্লক সির ১৩ রোডে যুব দল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করা হয়। আমরা তদন্ত শুরু করেছি। এ ঘটনা জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মৃতদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক জানান, গুলিবিদ্ধ কিবরিয়াকে মুমুর্ষ অবস্থায় সোহরাওয়াদী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ সংবাদ