জেলায় জেলায় এনসিপি প্রার্থীদের ব্যানার-পোস্টার ছিঁড়ছেন কারা?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩০ PM , আপডেট: ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৩০ PM
দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রচারসামগ্রী ব্যানার, পোস্টার ও তোরণ লক্ষ্য করে ছিঁড়ে ফেলা ও আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নেতারা অভিযোগ করেন, জেলার বিভিন্ন উপজেলায় তাদের প্রার্থী ও নেতাকর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুন পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হচ্ছে। এমন ঘটনা শুধু প্রচারণার ব্যাঘাত ঘটাচ্ছে না, বরং রাজনৈতিক উত্তেজনাও তৈরি করছে। এসব ঘটনায় কারা জড়িত সেটি এখনো জানা না গেলেও ‘একটি বিশেষ দলের’ কর্মীরা তাদের ব্যানার পোস্টার রাতের আঁধারে ছিঁড়ছেন বলে অভিযোগ এনসিপি নেতাদের।
এনসিপি নেতাদের অভিযোগ, নির্বাচনের প্রচারণায় ব্যবহৃত তাদের সব পোস্টার টার্গেট করে ছিঁড়ে ফেলা হচ্ছে। শুধু পোস্টার নয়, ব্যানার ও তোরণ পর্যন্ত পরিকল্পিতভাবে নষ্ট করার চেষ্টা চলছে। স্থানীয় পর্যায়ে রাতের অন্ধকারে এসব ঘটনা ঘটিয়ে প্রতিপক্ষ ইচ্ছাকৃতভাবে নির্বাচনী পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে এবং প্রার্থীদের প্রচারণা ব্যাহত করছে। এসব ঘটনায় দায়ীদের সনাক্ত করে শাস্তির আওতায় আনা হলে নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় থাকবে এবং এলাকায় প্রচারণায় আরও উৎসাহ সৃষ্টি হবে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন।
আরও পড়ুন: প্রতিষ্ঠান প্রধান নিয়োগের গেজেট হতে পারে আগামী সপ্তাহে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নিজের নির্বাচনী এলাকা নরসিংদী-২ (পলাশ উপজেলা ও সদরের একাংশ) -এ নিজের পোস্টার ছেঁড়ার অভিযোগ তোলেছেন। মঙ্গলবার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, পলাশ এলাকায় তার ব্যানার–পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে পরিকল্পিতভাবে। দুইটি বিলবোর্ডের ছবি উল্লেখ করে তিনি লিখেছেন—এই খালি বোর্ডটিতে আমার একটা ব্যানার ছিল। রাতের অন্ধকারে এটি ছিঁড়ে ফেলা হয়েছে। পলাশে আমার একটা পোস্টারও অক্ষত নাই, সমস্ত পোস্টার টার্গেট করে করে ছিঁড়ে ফেলা হচ্ছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, প্রতিদিনই একটি বিশেষ দলের কর্মীরা মন্তব্যে বলেন যে তিনি জামানত হারাবেন। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন—জামানত হারাবে এমন প্রার্থীর ব্যানার–পোস্টার আপনাদের ছিঁড়তে হচ্ছে কেন? তার দাবি, এসব ঘটনা রাজনৈতিক প্রতিযোগিতায় প্রতিপক্ষের দুর্বলতাকেই প্রকাশ করে। সারোয়ার তুষার লিখেছেন, পোস্টার-ব্যানার ছিঁড়বেন, মানুষের হৃদয়ে স্থান পাব।
অপরদিকে এনসিপি নেতা মুজাহিদুল ইসলাম শাহিন পটুয়াখালীর বাউফলে তার নির্বাচনী তোরণ পোড়ানোর চেষ্টা করা হয়েছে বলে ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেছেন। তিনি বলেন, তোরণে আগুন দিয়ে তোরণ পোড়ানো যাবে কিন্তু মানুষের ভালবাসা পোড়ানো যাবে না…, বাউফলে যারা আমার তোরণ পোড়ানোর চেষ্টা করেছেন তারা ভালো করেন নাই। ঘটনাকে ‘নিন্দনীয়’ উল্লেখ করে শাহিন জানান, এমন করে তাদের দমিয়ে রাখা যাবে না এবং দলটি গণমানুষের কাছে পৌঁছে যাবে বলেও আশা প্রকাশ করেন।
এছাড়া সম্প্রতি কুড়িগ্রাম, চট্টগ্রাম, নেত্রকোনা, বরিশাল ও দিনাজপুরেও এনসিপি নেতাদের পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এর আগে দূর্গা উৎসবের সময় নওগাঁর মান্দা উপজেলার বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৮ নং কুসুম্বা ইউনিয়নে এনসিপির বেশ কয়েকটি ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে।
দিনাজপুর জেলা এনসিপি নেতা কবীর আনাম বলেন, সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হলে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগোতে হবে। প্রতিপক্ষকে হেয় করে বা বাধা সৃষ্টি করে নয়, বরং নিজের ভালো কাজগুলো তুলে ধরে প্রতিযোগিতা বাড়ানোই উত্তম পথ। কেউ ভালো কাজ করলে সেটাকে প্রতিপক্ষ ভেবে শত্রুতা নয়, বরং সৎ প্রতিযোগিতায় নামতে হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে এখন নতুন বন্দোবস্তের প্রয়োজন এসেছে। কেউ যদি পুরোনো ধ্যান–ধারণা ও নেতিবাচক রাজনৈতিক আচরণ থেকে বের হতে না পারেন, তাহলে তাদের অবস্থা হবে ভয়াবহ। জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে বলে মন্তব্য করেন তিনি।