এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেবে, সমঝোতা হবে না: নাহিদ

২৩ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন তারা। কোনো ধরনের ক্ষমতা বা আসনের জন্য কারও সঙ্গে তারা কোনো ধরনের সমঝোতা করবেন না। যদি একটি আসনও না পান, এনসিপি তার আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (২২ নভেম্বর) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এসময় গণমাধ্যমে ‘অনেক ধরনের গুঞ্জন ও মিথ্যা সংবাদ’ করে তাদের একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিক্রি শেষে এ সংবাদ সম্মেলন ডাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটি। 

একই সেন্টারে ৩০০ আসনের জন্য মনোনয়নপত্র নেওয়া ১ হাজার ৪৮৪ জন প্রার্থীর সঙ্গে মতবিনিময় শুরু করেছে দলটি। নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন পত্র-পত্রিকায় তাঁদের দল নিয়ে নানা ধরনের গুঞ্জন, মিথ্যা সংবাদ করা হচ্ছে। এর মাধ্যমে এনসিপিকে একদিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তারা পরিষ্কারভাবে বলেছেন, এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চেষ্টা করছেন। 

নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চান উল্লেখ করে তিনি বলেন, তাদের নির্বাচনী ইশতেহার, বিভিন্ন দাবি ও নীতি-আদর্শের সঙ্গে যদি কোনো দল বা শক্তি ঐকমত্য পোষণ করে, তাহলে আলোচনা থাকতে পারে। সে ক্ষেত্রে তারা ওপেন রয়েছেন। কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা যদি হয়, সেটা নীতিগত ও আদর্শিক জায়গা থেকে হতে হবে। 

কোনো ধরনের ক্ষমতা বা আসনের জন্য সমঝোতা করবেন না জানিয়ে নাহিদ বলেন, তারা যদি একটি আসনও না পান, আদর্শ, নীতি ও লক্ষ্যে অটুট থাকবে। তিনি বলেন, ‘যদি কারও সঙ্গে কোনো জোট বা আলোচনায় যাই, আমরা খোলামেলাভাবে সেটা নিয়ে কথা বলতে প্রস্তুত। দেশবাসীকে আমরা বলব, এখানে গোপন কিছু নেই। কিন্তু একধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। আমাদের মধ্যে যত মতবিরোধ থাকুক না কেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে।’

আরও পড়ুন: চাকরির প্রস্তুতিমূলক বইয়ের বাজার ২ হাজার কোটি টাকার, অভাব সমন্বয়ে

ইন্টারনাল, ইনফরমাল নানা আলোচনায় অংশগ্রহণ করছেন জানিয়ে তিনি বলেন, এটাই গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সে ধরনের আলোচনাকে ফ্রেমিং করার চেষ্টা যাতে গণমাধ্যমের মাধ্যমে না করা হয়, সে অনুরোধ করেন তিনি।

জুলাই সনদ নিয়ে দর-কষাকষি করে বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি উল্লেখ করে বিএনপি-জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, ‘এক সময় তারা বন্ধু ছিল। তারা চক্রান্ত করছে। ভাগ-বাঁটোয়ারার সাজানো, সমঝোতার নির্বাচন করার পরিকল্পনা তারা করছে। এ ধরনের নির্বাচন হলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে। যে নতুন সম্ভাবনা, গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটা ব্যর্থ হবে।

এনসিপি এ ধরনের সমঝোতা বা বন্দোবস্তের নির্বাচনে সায় দেবে না, এর বিরুদ্ধে অবস্থান নেবে।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় নেতা মুজাহিদুল ইসলাম, আতিক মুজাহিদ, আবদুল্লাহ আল আমিন, মো. আতাউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9