ভুটান প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সাক্ষাতের ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে

২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০১:৪৮ PM
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা ছবি

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে শেয়ার করা ছবি © সংগৃহীত

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এরইমধ্যে রবিবার (২৩ নভেম্বর) ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ নেতারা আজ রাজধানীর একটি হোটেলে তার সঙ্গে দেখা করেন। এ সংক্রান্ত একাধিক ছবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে।

পোস্টে লেখা হয়েছে, ন্যাশনাল সিটিজেন পার্টির নেতারা রোববার একটি হোটেলে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাত করেছেন। পরে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে-এর সাথে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।

তারা দুই বন্ধুত্বপূর্ণ দেশের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। নাহিদ ইসলাম এ সফর এবং গণতন্ত্রের দিকে বাংলাদেশের উত্তরণে ভুটানের অব্যাহত সহায়তার জন্য ধন্যবাদ জানান। 

শেরিং তোবগে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি, বিশেষ করে উচ্চশিক্ষা, বাণিজ্য এবং আইসিটি খাতে সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সাক্ষাতে নাহিদ ইসলামের সাথে ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।

গবেষক নাদিম মাহমুদ পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘একটা রাজনৈতিক দলের নেতা আর একটি দেশের সরকার প্রধানের সাথে বৈঠক করতে পারেন, দ্বি-পাক্ষিক নানা বিষয়ে কথা বলতে পারেন, এটা অবশ্যই সেই রাজনৈতিক দলের প্রাপ্তি। কিন্তু এই ধরনের বৈঠকের খবর যখন সরকার তাদের নিজের ফেইসবুক পেজে তুলে প্রচারণা করে, তখন নানাবিধ সমস্যা তৈরি হয়।’

তিনি বলেন, ‘যে দলটির বৈঠকের খবর প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং থেকে প্রচারণা হয়, তখন স্বভাবত প্রশ্ন ওঠে, এই প্রেস উইং কি সরকারের নাকি নতুন এই দলটিরও? যে খবরটি এনসিপি তাদের নিজের পেজে তোলেনি, সেই খবরটি প্রধান উপদেষ্টার পেজে কেন যাবে?’

আরও পড়ুন: ‘বংশ পরিচয় নেই, সেও নাকি এমপি হবে’— বিএনপি প্রার্থীর বক্তব্যের পর ফেসবুকে স্ট্যাটাস হাসনাতের

তিনি আরও বলেন, ‘মানলাম, যেখানে এনসিপি নেতা দেখা করতে গেছে, সেখানে সরকারের নানা দপ্তরের বৈঠক হচ্ছে, কিংবা এনসিপির কোনও ক্যামেরা পারসন ছিল না, অন্তর্বর্তীকালিন সরকারের প্রেস উইং সেটা কাভার করছে। কিন্তু এই ছবি সরকারি পেজে না দিয়ে তারা কি ওই দলের কাউকে ইমেইল করে ছবিটি শেয়ার করতে পারত না?’

‘নাকি এরপর আমরা প্রধান উপদেষ্টার দপ্তর বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের পিআর দেখতে পাব’ এমন মন্তব্য করে নাদিম মাহমুদ বলেন, ‘এই ধরনের প্রচারণায় সরকারের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তুললে সেটার নিশ্চয় অমূলক হবে না।’

প্রধান উপদেষ্টার পেজের পোস্টে গণঅধিকার পরিষদের (জিওপি) মুখপাত্র ফারুক হাসান মন্তব্য করেছেন, ‘এই সরকার যে এনসিপির সরকার, আর প্রমাণের দরকার আছে? এরপরও ড. মোহাম্মদ ইউনূস সরকারকে নিরপেক্ষ সরকার বলার আর কোন সুযোগ আছে?’

গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9