রাজনীতি লুটেরা-চাঁদাবাজদের কাছে থাকবে, তা আর চাই না: নাহিদ ইসলাম

আগ্রহীদের এনসিপির মনোনয়ন ফর্ম তোলার আহ্বান

১০ নভেম্বর ২০২৫, ১০:৩৯ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১০:৪৫ AM
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম © ভিডিও থেকে নেওয়া

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে যুক্ত হয়ে আগ্রহীদের এমপি পদে নির্বাচন করতে মনোনয়ন ফর্ম তোলার আহ্বান জানিয়েছে দলটি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঘৃণা ও অবজ্ঞা করে রাজনীতি থেকে দূরে যাওয়ার মনমানসিকতা পরিহারের আহ্বান জানিয়ে বলেছেন, রাজনীতি কেবলই লুটেরা ও চাঁদাবাজদের কাছে থাকবে, তা আমরা চাইনা, রাজনীতি হবে সাধারণ মানুষের।

গতকাল রবিবার (৯ নভেম্বর) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্যারিফায়েড ফেসবুক পেজে নাহিদ ইসলামের একটি ভিডিও বার্তা শেয়ার করা হয়। সেই ভিডিওতে তিনি এসব বক্তব্য দেন।

তাছাড়া, ফেসবুক পোস্টটির ক্যাপশনে উল্লেখ করা হয়, এনসিপির মনোনয়নের জন্য আবেদন করার শেষ তারিখ ১৩ নভেম্বর। যে কেউ nomination.ncpbd.org ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণ ও জমা দিতে পারবেন। তবে অফলাইনে আবেদনের ক্ষেত্রে মনোনয়ন আবেদন ফর্ম দুইভাবে সংগ্রহ করা যাবে। সে দুই পদ্ধতি হল- সরাসরি এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং এনসিপির মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে যোগাযোগ করে।

আরও জানা যায়, অনলাইনে মনোনয়ন আবেদন জমা দিলে আলাদা করে অন্য কোনো উপায়ে আবার জমা দেওয়ার প্রয়োজন নেই। অনলাইন পদ্ধতি ছাড়াও ঢাকার বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে সশরীরে মনোনয়ন ফরম সংগ্রহ করা ও জমা দেয়া যাবে। মনোনয়ন ফরম প্রাপ্তি ও জমা দেওয়ার সময় ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা – রাত ১০টা। পূরণকৃত ফরম সরাসরি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম বা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব হাসনাত আবদুল্লাহ এর কাছে জমা দিতে পারবেন। এছাড়াও আপনার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের কাছেও সরাসরি জমা দিতে পারবেন।

আরও পড়ুন: বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মৃত্যুর ঘটনায় পাঁচজন বহিষ্কার

নাহিদ ইসলাম সর্বসাধারণকে উদ্দেশ্য করে রাজনীতিকে আসার আহ্বান জানিয়ে বলেন, আপনি হয়ত কখনো ভাবেননি যে, রাজনীতিতে আসবেন। রাজনীতি হয়ত আপনার কাছে একটা ভয়ের, দূরের বিষয় কিংবা টাকাওয়ালা বা লোকবল যাদের আছে তাদের বিষয়। এই রাজনীতিই ঠিক করে আপনার জীবন, সরকার এবং রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে। রাজনীতিকে ঘৃণা করা বা এটা থেকে দুরে থাকা থেকে আমরা এবার ঘুরে আসতে চাই। আমরা দেখেছি, গণ-অভ্যুত্থাণে শুধুই রাজনীতিবিদরাই লড়াই করেননি, তাদের সঙ্গে সাধারণ মানুষও কাজ করেছে।

তিনি আরও বলেন, আপনার কাছে যদি দেশ বদলের অঙ্গীকার থাকে বা সেই ধরণের পরিকল্পনা থাকে, তাহলে আপনি এবার আসুন, রাজনীতিকে জয় করুন, রাজনীতিকে নিজের করে নিন। আমরা আর চাইনা, রাজনীতি কেবলই লুটেরা ও চাঁদাবাজদের কাছে থাকবে। রাজনীতি হবে সাধারণ মানুষের।

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ অ্যাট ইউল্যাবের গ্র্যান্ড ফিনালে
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9