এনসিপি থেকে চূড়ান্তভাবে আউট মুনতাসির

মুনতাসির মাহমুদ
মুনতাসির মাহমুদ  © সংগৃহীত

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদকে স্থায়ীভাবে অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/১৪ নম্বর স্মারকে মুনতাসির মাহমুদকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং তাকে কেন স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

পরে ১৪ অক্টোবর তিনি লিখিত জবাব দেন। তবে তার ব্যাখ্যা সন্তোষজনক না হওয়ায় এবং একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে স্থায়ীভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর মুনতাসির মাহমুদ রেড ক্রিসেন্ট সোসাইটিতে উপপরিচালক পদে যোগ দেন। সংস্থাটির ব্যবস্থাপনা পর্ষদে তখন উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব আলমও সদস্য ছিলেন। রেড ক্রিসেন্টে মুনতাসিরের চাকরি ছিল অস্থায়ী।

সম্প্রতি রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগপন্থীদের পুনর্বাসনের অভিযোগ তুলে একদল লোক নিয়ে সংস্থার মগবাজার কার্যালয়ে বিক্ষোভ করেন মুনতাসির মাহমুদ। ওইদিনই তাকে এনসিপি থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় এবং একই দিনে রেড ক্রিসেন্টের চাকরিও হারান তিনি।


সর্বশেষ সংবাদ