সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে এনসিপি দক্ষিণাঞ্চলের সংগঠক রিজভীকে অব্যাহতি

আজিজুর রহমান রিজভী
আজিজুর রহমান রিজভী  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক আজিজুর রহমান রিজভীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (৫ নভেম্বর) দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আপনার (রিজভী) বিরুদ্ধে গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের একটি ঘটনায় অভিযোগ উঠেছে এবং উক্ত ঘটনায় আপনার আচরণ সংগঠনের নীতিবিরুদ্ধ বলে আমাদের নিকট প্রতীয়মান হয়েছে। আপনাকে দলের সকল দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।’

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেন আপনাকে (রিজভী) স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী তিন কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধান অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিন বরাবর জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজিজুর রহমান রিজভীর সঙ্গে ফেনী জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহাজাহান সাজুকে কারামুক্ত করার বিষয়ে জনৈক মোহাম্মদ মমিনের কথোপকথনের একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। ওই কল রেকর্ডে রিজভীকে শাহাজাহান সাজুকে সাতটি মামলায় ফাঁসানোর কথা বলতে শোনা যায়। কথোপকথনের একপর্যায়ে তিনি আরও বলেন, ‘ও চাইলে আমাকে ১ কোটি টাকা, ২ কোটিও দিতে পারে—৩০ লাখ টাকার গল্প কেন ছড়ায়?’ কল রেকর্ডটি প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


সর্বশেষ সংবাদ