এনসিপির ‘সমন্বয়কারী সদস্য’ হলেন মাহিন

মো. মান্নান তালুকদার (মাহিন)
মো. মান্নান তালুকদার (মাহিন)  © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের ‘সমন্বয়কারী সদস্য’ নির্বাচিত হয়েছেন মো. মান্নান তালুকদার (মাহিন)।

মঙ্গলবার রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির দপ্তর বিষয়ক সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় নাগরিক কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর উত্তর সমন্বয় কমিটিতে সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের নির্দেশক্রমে সমন্বয়কারী সদস্য হিসেবে মো. মান্নান তালুকদারকে (মাহিন) যুক্ত করা হলো।

জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় সক্রিয় ভূমিকা রাখেন মো. মান্নান তালুকদার (মাহিন)।


সর্বশেষ সংবাদ