শাপলা কলি মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেব: নাহিদ ইসলাম

০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪২ PM
নাহিদ ইসলাম ও এনসিপি লোগো

নাহিদ ইসলাম ও এনসিপি লোগো © সংগৃহীত

শাপলা কলি মার্কায় ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে এক ভিডিও বার্তায় এ কথা জানান তিনি।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, জাতীয় নাগরিক পার্টির সারাদেশের নেতাকর্মীবৃন্দ এবং জাতীয় নাগরিক পার্টির শুভাকাঙ্খীবৃন্দ সবাইকে জানাই সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। আজকে অত্যন্ত খুশির সহিত আমরা আপনাদের সকলকে জানাতে পারছি যে, এনসিপি দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং আপনাদের আমাদের সকলের প্রিয় শাপলা কলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এতটা দিন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। 

আপনারা জানেন যে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে নেতৃত্ব একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল সে বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। জাতীয় নাগরিক পার্টির প্রতিষ্ঠার পর থেকেই মার্চ মাস থেকে আমরা এই নিবন্ধনের কার্যক্রম শুরু করি এবং জুন মাসের দিকে আমরা আমাদের নিবন্ধনের সকল কাগজপত্র জমা দেই। নির্বাচন কমিশন আমাদের সকল কিছু জমা সত্ত্বেও আমাদের যে প্রত্যাশিত মার্কা ছিল শাপলা সেটি দিতে গড়িমসি করে এবং তারপরে কয়েকটা মাস নির্বাচন কমিশনের সাথে আমাদের এই এক ধরনের ঠান্ডা লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়। সারাদেশে আমাদের যে অফিস রয়েছে, নেতাকর্মীরা রয়েছে, কমিটি রয়েছে, সেগুলাতে নির্বাচন কমিশন তাদের অবজারভেশন করে এবং সর্বশেষ আমরা মাসের আগে জানতে পারি যে নিবন্ধন আমরা পেতে যাচ্ছি কিন্তু মার্কার জন্য এটি আটকেছিল।

তিনি বলেন, অবশেষে আমরা শাপলা কলি মার্কায় এই নিবন্ধনটি পেয়েছি। আমরা এজন্য আন্তরিকভাবে আবারো কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ জানাই যারা এই পুরো প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন। যারা আমাদেরকে সমর্থন জানিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এই পুরোটা সময় মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়েছি। মানুষের অভূতপূর্ব সমর্থন ও সাড়া পেয়েছি। আমরা জুলাই সনদের জন্য সারাদেশে জুলাই সনদের পক্ষে সংস্কারের পক্ষে জনমত তৈরি করেছি, বিচারের জন্য আমরা কথা বলে যাচ্ছি। 

আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। শাপলা কলি মার্কায় ইনশাআল্লাহ ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি আপনার আমার সকলের দল। ফলে যারা নতুন করে রাজনীতি করতে চান, এই বাংলাদেশটাকে নতুনভাবে করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা আসনে আমরা সে রকম সৎ যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব আমরা দিচ্ছি। সারাদেশের জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম করছে এবং এ মাসের মধ্যে আমরা আমাদের প্রার্থী তালিকাও চূড়ান্ত করব ইনশাআল্লাহ। 

অল্প সময়ের মধ্যে আমরা মানুষের কাছ থেকে যে সারা সমর্থন পেয়ে এসেছি, আগামী নির্বাচনেও সে প্রতিফলন পাবো বলে আমরা প্রত্যাশা করি। আমরা বরাবরের মতই জাতীয় নাগরিক পার্টির সকল স্তরের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সারাদেশের মানুষের কাছ থেকে সে দোয়া ভালোবাসা সমর্থন প্রত্যাশা করে যাচ্ছি ইনশআল্লাহ। খুব শীঘ্রই আমাদের বিজয় আসবে, আসসালামু আলাইকুম।

ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ গেল প্রধান শিক্ষকের
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাউফলে নির্বাচন ঘিরে সহিংসতা, পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘আজকের এই ঐক্য দেখলে আমি শিওর হাদি অনেক খুশি হতো’
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডা. মাহমুদা মিতুর মতো নেতৃত্বের জন্য এনসিপি গর্বিত: নাহিদ
  • ১৬ জানুয়ারি ২০২৬
বয়কট প্রত্যাহার, মাঠে ফিরছেন ক্রিকেটাররা
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউপি ভর্তি পরীক্ষার ফল ঘোষণার তারিখ জানাল কর্তৃপক্ষ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9