আমি ঢাকা থেকেই দাঁড়াব, বাকি প্রার্থীদের তালিকা এ মাসেই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০২:২২ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৫, ০২:২৩ PM
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা থেকে প্রার্থিতা করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একইসঙ্গে ৩০০ আসনেই দলীয় প্রার্থীদের তালিকা চলতি মাসেই প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।
রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, ৩০০ আসনে ধরে এগোচ্ছি। আমি যেহেতু ঢাকার সন্তান সেক্ষেত্রে ঢাকা থেকেই আমি দাঁড়াব। হয়তো এ মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। তখনই জানা যাবে- কে কোন আসন থেকে লড়বেন। এছাড়াও অনেকেই যার যার এলাকা থেকে ইতোমধ্যেই কাজ করছেন।
জুলাই সনদ নিয়ে এনসিপির অবস্থান কী জানতে চাইলে নাহিদ বলেন, জুলাই সনদ নিয়ে আমরা আমাদের অবস্থান বরাবরই স্পষ্ট করে আসছি যে, বাংলাদেশে আমরা রাষ্ট্র সংস্কার চাই, পরিবর্তন চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, সেই প্রেক্ষিতেই গণঅভ্যুত্থানের পর থেকে আমার নতুন সংবিধানসহ গণপরিষদ এবং রাষ্ট্রের মৌলিক রূপরেখা দিয়ে আসছিলাম, দাবি জানিয়ে আসছিলাম। আমাদের সেই দাবিতে বেশির ভাগ রাজনৈতিক দল সম্মত হয়নি। তারা সেই বিষয়গুলো বুঝতে পারেনি। তার ফলে পরিস্থিতি বারবার জটিল থেকে জটিলতর হচ্ছে।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, গণভোট নির্বাচনের দিনও হতে পারে, নির্বাচনের আগেও হতে পারে, তবে এটিই মূল বিষয় নয়। এটি আগে করলেও ভালো, কিন্তু সমস্যা থাকলে নির্বাচনের দিনও করা যেতে পারে। এটা মূল বিষয় নয়। আদেশ জারি করা ও বাস্তবায়ন করাটা মূল বিষয়। জুলাই সনদ তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন, অর্থাৎ, প্রেসিডেন্ট অফিস থেকে জারি হলে এই জুলাই সনদের আইনি ও রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না। বরং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে কফিনে শেষ পেরেক মারা হবে। তাই জুলাই সনদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের এক বক্তব্যের প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে তাহলে শুধু নির্বাচনে জয় নয়, বরং রাজনীতি থেকে তাদের হারিয়ে যেতে হবে।