হাসপাতালে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪১ PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজ বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন তিনি।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হচ্ছে। রাত ১১টার দিকে গুলশান বাসা থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন তিনি।’
আরও পড়ুন: প্রথমবারের মতো ধানের শীষ পেতে যাচ্ছেন যেসব সাবেক ছাত্রদল নেতা
দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। গত কয়েক বছর ধরে নানা জটিল রোগে ভুগছেন এই সাবেক প্রধানমন্ত্রী। চিকিৎসা গ্রহণ করেছেন যুক্তরাজ্যের লন্ডনেও।