নদীভাঙন রোধে ক্রসড্যাম নির্মাণ ও ব্লক স্থাপনের দাবিতে জামায়াতের পদযাত্রা
- নোয়াখালী প্র্রতিনিধি
- প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৮:৪৩ AM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৯:১১ AM

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদীভাঙন রোধে দ্রুত ক্রসড্যাম নির্মাণ, বামনী খালের ওপর নির্মিত স্লুইসগেট খুলে দেওয়া এবং নদীতে ব্লক স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে জামায়াতে ইসলামী। বুধবার (১১ জুন) উপজেলার চরএলাহী বাজারের কাছে ভাঙনকবলিত এলাকায় এ পদযাত্রা করা হয়।
পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে ভাঙন এলাকার উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। দলীয় নেতা-কর্মীরা প্রায় এক কিলোমিটার সড়কে পায়ে হেঁটে চরএলাহী ঘাটসংলগ্ন বামনি নদীর ভাঙন কবলিত এলাকায় গিয়ে পদযাত্রা শেষ করেন।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতা-কর্মীরা ফের পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে চর এলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙনে চরএলাহী ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলে জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
আরও পড়ুন: হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে সোচ্চার ছিল: নাছির
নদীভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, জামায়াতের পক্ষ থেকে এরই মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদীভাঙনরোধে কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভাঙন রোধে অবিলম্বে ক্রসড্যাম নির্মাণ, বামনী খালে নির্মিত স্লুইসগেট খুলে দেওয়া এবং ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের কাছে দাবি জানান।
উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়নের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার আমির মোশাররফ হোসেন, উপজেলার সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।