হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে সোচ্চার ছিল: নাছির

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির  © টিডিসি ফটো

জুলাই গণঅভ্যুথানে সব শহীদ এবং ছাত্রদল ও যুবদলের কর্মীসহ সব হত্যার, গুমের বিচার দাবি করেছেনে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন, ‘খুনি হাসিনার বিদায় নিশ্চিত করার জন্য ছাত্রদল সব সময় মাঠে সোচ্চার ছিল এবং এখনো আছে।’ বুধবার (১১ জুন) নোয়াখালীর মাইজদী বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা বিএনপির সদস্য রবিউল হাসান পলাশ, শাহ জাফর উল্যা রাসেল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। 

নাছির উদ্দিন নাছির বলেন, গত সাড়ে ১৫ বছর নোয়াখালীসহ সারা দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন এবং ২০১৮ সালে রাতের নির্বাচনসহ তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে। এটা আর চলতে দেওয়া যাবে না।

আরও পড়ুন: গণ-অভ্যুত্থানে হামলায় জড়িত জাবির ১১০ ছাত্রলীগ নেতাকর্মীকে শোকজ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ

তিনি আরও বলেন, নোয়াখালী সদর-সুবর্ণচর আসনে বহিরাগত লোক এসে এলাকায় অবৈধভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে। তার ছেলেকেও অবৈধভাবে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। এটা আর হতে দেওয়া হবে না। সদর এবং সুবর্ণচরে শিক্ষিত নাগরিকরাই এখন থেকে জনপ্রতিনিধি হবে। তারা নোয়াখালীসহ সারা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এলাকায় শাসন করেছে।

দলীয় নেতা-কর্মীরা প্রধান অতিথিকে স্বাগত জানাতে এ পথসভায় যোগ দেন। এর আগে সোনাপুরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছির উদ্দিন নাছির। অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।


সর্বশেষ সংবাদ