ডাকসু নির্বাচনহীন ৬ বছর, সংবাদ সম্মেলন ডেকেছে গণতান্ত্রিক ছাত্রসংসদ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ১২:৩৫ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ১২:৩৯ PM

সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ২৮ বছরের অচলায়তন ভেঙে সে বছরের ১১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর আরও ৬ বছর পেরিয়ে গেলেও আর কোনো ছাত্র সংসদের দেখা পায়নি দেশের উচ্চশিক্ষার অন্যতম শীর্ষস্থানীয় এ বিদ্যাপীঠ।
এদিকে, ডাকসু নির্বাচনহীন ৬ বছর উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ মঙ্গলবার (১১ মার্চ) বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংগঠনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসুহীনতার ৬ বছর আজ। অনতিবিলম্বে ডাকসু, জাকসু, চাকসু, রাকসুসহ সারাদেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্মারকলিপিও প্রদান করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।