সোমবার মুক্তি পাবে ইসরায়েলি জিম্মিরা: ডোনাল্ড ট্রাম্প
- টিডিসি ওয়ার্ল্ড
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১০:৪২ AM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের আগামি সোমবার মুক্তি দেওয়া হবে। শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন। বন্দিদের ফিরিয়ে দেওয়া হবে। ২৮টি মরদেহও পাঠিয়ে দেওয়া হবে।’
এসময় তিনি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি ইসরাইলে যাবো। নেসেটে বক্তব্য দেবো। মিশরেও যাবো। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরাইল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।
এদিকে গতকাল থেকে গাজায় নিজ নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন অবরুদ্ধ গাজাবাসী।