চীনের ওপর ১০০% শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

১১ অক্টোবর ২০২৫, ১০:০১ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

চীনের বিরুদ্ধে আবারও কড়া অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন তাদের গুরুত্বপূর্ণ বিরল খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করায় প্রতিক্রিয়াস্বরূপ চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ ঘোষণা দেন ট্রাম্প।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে চীন থেকে আমদানিকৃত পণ্যের ওপর নতুন এই শুল্ক কার্যকর হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ‘সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার’ রপ্তানির ওপরও নিয়ন্ত্রণ আরোপ করবে বলে জানান ট্রাম্প। নতুন এই শুল্ক বর্তমান শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হওয়ার নয় দিন আগেই কার্যকর হবে।

চীনের ওপর এমন কঠোর অবস্থানের ব্যাখ্যায় ট্রাম্প বলেন, বিরল খনিজ রপ্তানিতে চীন কড়াকড়ি আরোপ করে ‘শত্রুতাপূর্ণ’ আচরণ করছে এবং বিশ্বকে ‘জিম্মি’ করার চেষ্টা করছে। বিরল খনিজ হলো গাড়ি, স্মার্টফোনসহ উচ্চপ্রযুক্তি পণ্য তৈরির একটি অত্যাবশ্যক উপাদান, যার বড় অংশের উৎপাদন নিয়ন্ত্রণ করে চীন।

চীনের রপ্তানি সীমিত করার সিদ্ধান্তের ফলে মার্কিন শিল্প খাতে এর প্রভাব পড়তে শুরু করেছে। ফোর্ডের মতো বড় কোম্পানিগুলো খনিজ ঘাটতির কারণে উৎপাদন সাময়িক বন্ধ রেখেছে। এই অবস্থায় শুল্ক আরোপের হুমকি বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

চীনও পাল্টা ব্যবস্থা নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে তদন্ত শুরু করেছে বেইজিং। এর ফলে কোয়ালকমের একটি চিপ নির্মাতা প্রতিষ্ঠান অধিগ্রহণের পরিকল্পনা থমকে যেতে পারে। উল্লেখ্য, কোয়ালকমের বড় একটি বাজার চীনেই।

এছাড়া চীন নতুন করে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জাহাজ থেকে বন্দর ফি আদায়েরও ঘোষণা দিয়েছে। যার আওতায় মার্কিন কোম্পানির পরিচালিত জাহাজগুলোও পড়বে।

বাণিজ্য উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও টানাপোড়েন দেখা দিয়েছে। ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিলেও পরে জানান, বৈঠক এখনো বাতিল হয়নি, তবে আদৌ তা হবে কি না—সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

চীনের ওপর অতিরিক্ত শুল্কের এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে যে, চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান টানাপোড়েন আরও খারাপ পর্যায়ে পৌঁছাতে পারে।

 

 

এনএসইউর শিক্ষার্থীদের জন্য তিয়ানজিন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি…
  • ২১ জানুয়ারি ২০২৬
রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ফের ডাউনলোডের সুযোগ
  • ২১ জানুয়ারি ২০২৬
ধামরাইয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, সরে…
  • ২১ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠানপ্রধানসহ ৬ বিষয় নিয়ে এনটিআরসিএর সভা শুরু
  • ২১ জানুয়ারি ২০২৬
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে…
  • ২১ জানুয়ারি ২০২৬
জামায়াতের সঙ্গ ত্যাগ করায় ইসলামী আন্দোলনকে শুভেচ্ছা জানালে…
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9