ফ্লোটিলার জাহাজগুলোর গাজা থেকে কতটা দূরে, দেখুন সরাসরি

আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা  © সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে আসা ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা বর্তমানে গাজার অনেকটা কাছে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, জাহাজগুলো গাজা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। এ ফ্লোটিলায় বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ অধিকারকর্মী ত্রাণসামগ্রী নিয়ে ৪৫টি জাহাজে গাজার দিকে যাত্রা করছেন।

জাহাজগুলোর বর্তমান অবস্থান সরাসরি দেখার জন্য এখানে ক্লিক করুন

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী জাহাজগুলো আটকের প্রস্তুতি নিচ্ছে। অধিকারকর্মীদের ওপর হামলা চালিয়ে জাহাজগুলো জব্দ করার পরিকল্পনা তাদের।

গাজা অভিমুখী এ মিশনের আয়োজকরা বলেছেন, ইসরায়েলি দুটি ‘‘যুদ্ধজাহাজ’’ দ্রুতগতিতে এসে বহরের দুই জাহাজ আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এ সময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে যায়। জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে যোগাযোগ ব্যবস্থা অচলের ঘটনাকে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘‘সাইবার হামলা’’ বলে অভিহিত করেছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, আন্তর্জাতিক ওই নৌবহরের কিছু যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেননি।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এ নৌবহরে ৪০টিরও বেশি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে। এসব নৌযানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক রয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী এবং সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

চলতি বছরের শুরুতে পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকজন মিলে একটি জাহাজে করে গাজার দিকে গিয়েছিলেন। ওই সময় তাদের জাহাজটি আটক করে ইসরায়েলে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনী। এরপর তাদের কারাগারে আটকে রেখে নিজ দেশে ফেরত পাঠানো হয়। এ নৌবহরে ৪৫টি জাহাজে কয়েকশ অধিকারকর্মী রয়েছেন। তাদের দুটি জাহাজকে গতকাল রাতে আটকানোর চেষ্টা করেছে দখলদার ইসরায়েল। তা সত্ত্বেও এগুলো এখনো এগুলো এগিয়ে চলছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ জাহাজগুলো গাজা থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence