যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা: যেভাবে জাতিসংঘে যোগ দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ PM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ PM
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা থাকার কারণে সরাসরি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারেননি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত সাধারণ পরিষদের অধিবেশনে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি যুক্ত হয়েছিলেন। আজ বৃহস্পতিবার অধিবেশনের তৃতীয় দিনে তিনি ভাষণ দেন।
ভিডিও বার্তায় আব্বাস বলেন, 'আমি আজ আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় দুই বছর পর, যে সময়ে গাজা উপত্যকায় আমাদের ফিলিস্তিনি জনগণ গণহত্যা, ধ্বংস, অনাহার ও বাস্তুচ্যুতির এক ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে। তিনি বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী যে গণহত্যা চালিয়েছে, তাতে ২ লাখ ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ও আহত করা হয়েছে, যাদের অধিকাংশই নিরস্ত্র শিশু, নারী ও বয়স্ক মানুষ।
আব্বাস আরও বলেন, 'ইসরায়েলের কর্মকাণ্ড কেবলমাত্র আগ্রাসন নয়। এটি একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ, যা নথিভুক্ত ও পর্যবেক্ষিত হচ্ছে। ইতিহাসের পাতায় এবং আন্তর্জাতিক বিবেকের খাতায় এটি ২০ ও ২১ শতকের মানবিক ট্র্যাজেডির অন্যতম ভয়াবহ অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে।'
এর আগে গত মাসে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের এই ভিসা নিষেধাজ্ঞার হলে সেপ্টেম্বরের এই অধিবেশনে যোগ দিতে পারেননি ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস।
এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশন ফিলিস্তিনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এবারের অধিবেশনে বেশ কিছু ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। বিশেষ করে ফ্রান্স,যুক্তরাজ্যে,বেলজিয়াম,পর্তুগাল, অস্টেলিয়া।আরো বেশ কিছু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন ফ্রান্সের বিশেষ দূত।