এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পর্তুগাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৪ PM
অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, বেলজিয়াম ও যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে পর্তুগাল। গতকাল (শুক্রবার) পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, আগামী রবিবার, ২১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি ঘোষণা করা হবে। পরদিন, ২২ সেপ্টেম্বর, জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে ঘিরে একটি উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।
পর্তুগিজ সংবাদপত্র কোরেও ডা মানহা জানিয়েছে, দেশটির কেন্দ্র-ডানপন্থী প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো এই সিদ্ধান্ত নেওয়ার আগে রাষ্ট্রপতি ও সংসদের সঙ্গে পরামর্শ করেছেন। চলতি সপ্তাহে যুক্তরাজ্য সফরে থাকা অবস্থায় পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রাঙ্গেল জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তারা গুরুত্ব সহকারে বিবেচনা করছে।
এর আগে, ২০২৪ সালের মে মাসে পর্তুগালের প্রতিবেশী স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এবং অন্যান্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানায়। তবে পর্তুগাল এই বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক ও ধীরগতিতে অগ্রসর হয়, এবং শুরুতে ইইউর অন্যান্য সদস্য দেশের সঙ্গে একটি একক অবস্থান তৈরির চেষ্টা করে।
বর্তমানে ইইউ-এর ২৭টি সদস্য দেশের মধ্যে মাত্র কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলোর মধ্যে বেশিরভাগই প্রাক্তন কমিউনিস্ট শাসিত রাষ্ট্র, তবে সুইডেন ও সাইপ্রাস-ও রয়েছে এই তালিকায়।
পর্তুগিজ সরকার প্রথমবারের মতো গত জুলাই মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ্যে জানায়। তারা তখন বলেছিল, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের বারবার হুমকি ও দখলদারিত্ব, চলমান সংঘাতের উদ্বেগজনক অবস্থা এবং মানবিক বিপর্যয় তাদের এ সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজার ১৪১ জন নিহত এবং ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।