বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদের শিকার গাজার শিশুরা: ইউএনআরডব্লিউএ

গাজা উপত্যকা
গাজা উপত্যকা  © সংগৃহীত

গাজায় ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ উপত্যকা বিশ্বের এককভাবে জনসংখ্যাপ্রতি সর্বাধিক অঙ্গচ্ছেদ হওয়া শিশুর স্থান হয়ে উঠেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ লাজারিনির বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু।

ইউএনআরডব্লিউএর কমিশনার জেনারেল লাজারিনি জানান, অক্টোবর ২০২৩ থেকে গাজায় প্রায় ৪ হাজার অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত হয়েছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, শিশুদের ওপর যুদ্ধের প্রভাব শুধু শারীরিক আঘাত বা ক্ষুধায় সীমাবদ্ধ নয়, বরং এর গভীর ও অদৃশ্য ক্ষত রয়ে গেছে। উদ্বেগ, দুঃস্বপ্ন, ভয়, আক্রমণাত্মক আচরণ, এমনকি শিশুশ্রম, ভিক্ষা ও চুরির মতো পরিস্থিতিতে বাধ্য হওয়া তাদের এক হারানো শৈশবের প্রতিচ্ছবি।

তিনি আরও সতর্ক করে বলেন, এ অবস্থা যত দীর্ঘায়িত হবে, শিশুরা তত প্রজন্ম ধরে গভীর ট্রমার ছায়ায় ভুগবে। অন্তত শিশুদের স্বার্থে হলেও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।

এদিকে, জাতিসংঘের তদন্তকারীরা সম্প্রতি গাজায় ইসরায়েল জাতিগত হত্যাযজ্ঞ চালাচ্ছে বলে তাদের সিদ্ধান্ত প্রকাশ করেছেন। অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত উপত্যকায় ৬৫ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence