সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন, সুস্মিতা বললেন ‘অল্প দিনেই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছি’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৩:১২ PM
পশ্চিমবঙ্গের আলোচিত নির্মাতা সৃজিত মুখার্জি এবং তরুণ নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে টলিউডে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। দুর্গাপূজার সময় সৃজিতের ইনস্টাগ্রামে তাদের কিছু ছবির প্রকাশের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় বইছে। ছবিতে চোখাচোখির মুহূর্ত এবং বন্ধুত্বপূর্ণ ভঙ্গিমা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়েছে। তাহলে কী সৃজিতের সঙ্গে সুস্মিতা প্রেমের সম্পর্ক?
এই গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা চট্টোপাধ্যায় বলেন, ‘আমরা দু’জন খুব ভালো বন্ধু। অল্প সময়েই ঘনিষ্ঠ হয়েছি, তবে এর বাইরে কিছু বলার নেই।’ অন্যদিকে সৃজিত এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
সুস্মিতা শিগগিরই অভিনয় করতে যাচ্ছেন সৃজিতের নির্মাণাধীন সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে। সিনেমার কাজের মাধ্যমেই তাদের পরিচয় ও বন্ধুত্ব তৈরি হয়েছে বলে জানা গেছে।
২০২১ সালে অনিন্দ্য চট্টোপাধ্যায়ের ‘প্রেম টেম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করা সুস্মিতা চট্টোপাধ্যায় প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন। এরপর ‘ম্যারাডোনার জুতো’, ‘কাছের মানুষ’, ‘পাকা দেখা’, ‘খেলা যখন’, ‘চেঙ্গিজ’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দ্রুত নিজের অবস্থান তৈরি করেছেন।
টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ, দেব, জিৎ, সোহম— প্রায় সবার সঙ্গেই কাজ করার সুযোগ পেয়েছেন এই তরুণী। এছাড়াও তিনি ‘ভালোবাসার মরশুম’ নামের আরেকটি ছবিতে কাজ করছেন, যেখানে রয়েছেন বলিউড অভিনেতা শারমন যোশি এবং বাংলাদেশের অভিনেত্রী তানজিন তিশা।
উল্লেখ্য, আসানসোলের কুলটিতে জন্ম নেওয়া সুস্মিতা কলকাতায় পড়াশোনা করেছেন এবং ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মডেলিং দিয়ে শুরু হওয়া তার পথচলা পরে অভিনয়ে প্রসার লাভ করে। বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা উঁচুতে; ইনস্টাগ্রামে প্রায় চার লাখ এবং ফেসবুকে এক লাখের বেশি অনুসারী রয়েছেন।