৩৫ বছর বয়সী মেয়েকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে, সকালেই মৃত্যু!

০১ অক্টোবর ২০২৫, ০২:৪৩ PM
৩৫ বছর বয়সী মেয়েকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে

৩৫ বছর বয়সী মেয়েকে ৭৫-এর বৃদ্ধের বিয়ে © সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুর জেলার কুছমুছ গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন সঙ্গরুরাম নামের ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। নিঃসঙ্গ জীবন থেকে সঙ্গ পাওয়ার আশায় ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের পরদিন সকালেই মৃত্যু হয় তার। ফলে নববধূর সঙ্গে এক রাতের বেশি সময় কাটাতে পারেননি তিনি।

জানা গেছে, প্রায় এক বছর আগে সঙ্গরুরামের স্ত্রী মারা যান। নিঃসন্তান এই দম্পতির পত্নীবিয়োগের পর বৃদ্ধ পুরোপুরি একা হয়ে পড়েন। চাষাবাদ করে জীবিকা নির্বাহ করলেও একাকীত্ব তাকে কুরে কুরে খাচ্ছিল। শেষ বয়সে সঙ্গ পেতে পুনরায় বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। আত্মীয়স্বজনরা এই বয়সে বিয়েতে আপত্তি জানালেও নিজের সিদ্ধান্তে অটল থাকেন সঙ্গরুরাম।

জালালপুর এলাকার মনভবতী নামের ৩৫ বছর বয়সী এক নারী বিয়েতে রাজি হলে, তারা প্রথমে আদালতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় এক মন্দিরে গিয়ে মালাবদল করেন নবদম্পতি।

মনভবতী জানান, বিয়ের রাতটি মূলত আলাপ-আলোচনায় কেটেছে। ভবিষ্যতে সংসার গড়ে তোলার পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে তারা দীর্ঘ সময় ধরে কথা বলেন। সঙ্গরুরাম তাকে সংসারের নানা বিষয় বুঝিয়ে দেন।

তবে পরদিন সকালে হঠাৎ করে সঙ্গরুরামের শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃদ্ধের আত্মীয়স্বজনের পাশাপাশি গ্রামবাসীদের অনেকেই মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। তাদের সন্দেহ, এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। দিল্লিতে অবস্থানরত সঙ্গরুরামের আত্মীয়রাও মৃত্যুর বিষয়ে প্রশ্ন তুলেছেন। তারা এ ঘটনার তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের দাবি তুলেছেন।

ঘটনাটি এখনো স্থানীয় প্রশাসনের নজরে রয়েছে। তবে তদন্ত শুরু হয়েছে কি না, কিংবা ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

৩১ জানুয়ারির মধ্যে পে স্কেল বাস্তবায়ন না হলে আত্মহনন কর্মসূ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
পরিচালক নাজমুল শোকজের জবাব না দিলে যা করবে বিসিবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
ওয়ালটন নেবে বিজনেস এক্সপানশন অফিসার, পদ ১০, আবেদন শেষ ২৩ জ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রংপুরের অধিনায়কত্ব ছাড়লেন সোহান, নেতৃত্বে লিটন দাস
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে আগুনে নিহত ৫
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাকা ছেড়েছেন চরমোনাই পীর, জোটে বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে শ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9