রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি বিজেপি নেতার

 রাহুল গান্ধী
রাহুল গান্ধী  © সংগৃহীত ছবি

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে টেলিভিশন বিতর্কে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কংগ্রেস। একই সঙ্গে, রাহুল গান্ধীর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে দলটি।

রবিববার (২৮ সেপ্টেম্বর) কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এই চিঠিটি লেখেন। এতে তিনি এই হুমকিকে ‘ঠাণ্ডা মাথায়, পরিকল্পিত ও ভীতিকর’ বলে উল্লেখ করেন এবং তাৎক্ষণিক জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

চিঠিতে বলা হয়, এটি কোনো হঠাৎ বলা মন্তব্য বা অসাবধানতাবশত উচ্চারিত কথা নয়—বরং এটি একটি সুপরিকল্পিত হত্যার হুমকি। ভেনুগোপাল চিঠিতে স্মরণ করিয়ে দেন, অতীতেও রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে, যার অনেকগুলোর পেছনে বিজেপি-সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্টতা ছিল। তিনি ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের প্রসঙ্গও টানেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মালায়ালম একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি আলোচনায় বিজেপির মুখপাত্র প্রিন্টু মহাদেব বলেন, ‘রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে।’

এ প্রসঙ্গে ভেনুগোপাল চিঠিতে লিখেন, সরকারি দলের একজন মুখপাত্রের মুখ থেকে এমন সহিংস ও উসকানিমূলক বক্তব্য শুধু রাহুল গান্ধীর জীবন নয়, বরং ভারতের সংবিধান, আইনের শাসন ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তার ওপর সরাসরি আঘাত। তিনি আরও বলেন, এই হুমকি যদি সরকারের পক্ষ থেকে শক্তভাবে প্রতিহত না করা হয়, তবে তা সহিংসতাকে বৈধতা দেওয়ার মতো হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর শপথেরও লঙ্ঘন ঘটবে।

চিঠিতে ভেনুগোপাল আরও জানান, রাহুল গান্ধীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ (CRPF) তার নিরাপত্তা নিয়ে বহুবার সতর্ক করেছে। তবে বিস্ময়ের বিষয়, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো সেসব সতর্কবার্তার একটি রহস্যজনকভাবে গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে, যা নিয়ে সন্দেহ ও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence