‘মৃত ভোটারদের’ সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী, কমিশনের ভুলে চাঞ্চল্য ভারতে

 কথিত ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা খাচ্ছেন রাহুল গান্ধী,
কথিত ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা খাচ্ছেন রাহুল গান্ধী,  © সংগৃহীত

দুদিন আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তোলার পর এবার নিজের বাসভবনে বিহারের ভোটার তালিকায় মৃত বলে নাম বাদ পড়া সাতজন ভোটারের সঙ্গে চা খেয়ে আলোচনায় বসেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কংগ্রেসের পক্ষ থেকে ভিডিও প্রকাশ করা হয়েছে, যা রাহুল নিজেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, চারজন নারী ও তিনজন পুরুষ ভোটারের হাতে চা তুলে দিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলছেন রাহুল। পরে সকলকে অফিসের ঘরে নিয়ে যান এবং একটি দীর্ঘ টেবিলের চারপাশে বসে সকলের সঙ্গে আলোচনা করেন। রাহুল জানতে চান, ‘শুনলাম, আপনারা আর বেঁচে নেই?’ এক ভোটার উত্তর দেন, ‘আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে।’

রাহুল আরও প্রশ্ন করেন, কতজনের নাম এভাবে মুছে ফেলা হয়েছে। একজন ভোটার জানান, একটি পঞ্চায়েত এলাকায় অন্তত ৫০ জনকে মৃত ঘোষণা করা হয়েছে। তারা দাবি করেন, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ তেজস্বী যাদবকে হারানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানে আলম অপুকে ২০২২ সালে চিনতাম, ৫ আগস্টের পর কখনও কথা হয়নি

রাহুল প্রতিশ্রুতিবদ্ধভাবে বলেন, ‘আরজেডি এবং আমাদের দল মিলে আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি। বন্ধ করে দেব, বন্ধ করে দেব। ভোট চুরি হতে দেব না।’

ভিডিও পোস্টে রাহুল লিখেছেন, ‘জীবনে কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে চা খাওয়ার সুযোগ হয়নি। এই অনুভূতির জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ।’

গত ৭ আগস্ট, তিনি সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। নির্বাচন কমিশন রাহুলের কাছে প্রমাণাদি চেয়েছে, যা না প্রমাণিত হলে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ