গির্জায় অগ্নিসংযোগ © সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে রবিববার এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। একজন ব্যক্তি গাড়ি চালিয়ে একটি মরমন (ল্যাটার-ডে সেইন্টস) গির্জায় ঢুকে পড়েন এবং এলোপাতাড়ি গুলি চালান। পরে তিনি গির্জাটিতে আগুন ধরিয়ে দেন। এই ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও আটজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম থমাস জ্যাকব স্ট্যানফোর্ড। বয়স ৪০ বছর। তিনি একসময় মার্কিন মেরিন সেনা ছিলেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অংশ নিয়েছিলেন ইরাক যুদ্ধেও। থমাস মিশিগানের পার্শ্ববর্তী বার্টন শহরের বাসিন্দা ছিলেন।
প্রাথমিকভাবে পুলিশ জানায়, গুলিতে দুজন নিহত হয়েছেন এবং আহত অবস্থায় আরও আটজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। পরে গির্জার ভেতরে তল্লাশি চালিয়ে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যাওয়া আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। কর্মকর্তারা আশঙ্কা করছেন, ধ্বংসস্তূপে আরও হতাহত থাকতে পারে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপের পুলিশপ্রধান উইলিয়াম রেনিয়ে জানান, হামলার খবর পাওয়ার মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই দুজন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য ঘটনাস্থলে পৌঁছে যান। এরপর আট মিনিটের মধ্যেই গির্জার পার্কিংয়ে পুলিশের গুলিতে সন্দেহভাজন থমাস নিহত হন। হামলার সময় গির্জায় কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।
পুলিশ আরও জানায়, হামলাকারীর বাড়িতে তল্লাশি চালানো হবে এবং তার মোবাইল ফোন ও অন্যান্য ডিভাইস পরীক্ষা করে হামলার উদ্দেশ্য জানা যাবে কি না, তা খতিয়ে দেখা হবে। ঘটনার তদন্ত এখনো চলমান।
এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। এক সামাজিক মাধ্যমে পোস্টে তিনি বলেন, 'গ্র্যান্ড ব্ল্যাঙ্ক কমিউনিটির জন্য আমার হৃদয় ভেঙে যাচ্ছে। যেকোনো জায়গায়, বিশেষ করে উপাসনালয়ে সহিংসতার ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য।
এছাড়া, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটি যুক্তরাষ্ট্রে খ্রিষ্টানদের লক্ষ্য করে চালানো আরেকটি হামলা বলেই মনে হচ্ছে।’ তিনি আরও জানান, এফবিআই ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপ, যেখানে এ হামলা ঘটে, সেখানে প্রায় ৭ হাজার ৭০০ জন মানুষ বাস করেন। এটি ডেট্রয়েট শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।