যুক্তরাষ্ট্রে স্টোরে বন্দুক হামলায় নিহত ৩
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৯:২৭ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৮:২৭ PM
যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি টার্গেট স্টোরে গুলিতে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সোমবার সামাজিক মাধ্যমে অস্টিন পুলিশ জানায়, ঘটনাস্থল এখনও নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
অস্টিন-ট্রাভিস কাউন্টির জরুরি সেবা সংস্থা এক্স-এ জানিয়েছে, তারা চারজনকে সহায়তা দিয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি। তবে পুলিশের বিবৃতিতে কেউ আহত হয়েছে কি না তা উল্লেখ করা হয়নি।
পুলিশ সন্দেহভাজনকে সাদা চামড়ার একজন পুরুষ হিসেবে শনাক্ত করেছে। যার পরনে ছিল শর্টস ও হাওয়াইয়ান ফুলের নকশার শার্ট। বন্দুক হামলার পর ঘটনাস্থলের আশপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয় এবং ওই ব্যক্তির কাছাকাছি না যেতে স্থানীয়দের সতর্ক করা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দোকানের পার্কিং লটে বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবা কর্মী ছুটে যাচ্ছেন।