নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলায় নিহত ৩, আহত ৯

১৮ আগস্ট ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ০৩:০৯ PM
নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা

নিউইয়র্কে রেস্তোরাঁয় বন্দুক হামলা © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন নিহত এবং নয়জন আহত হয়েছেন। পুলিশ ঘটনার গ্যাং-সম্পর্কিত সহিংসতার সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা জানিয়েছে। সোমবার (১৮ আগস্ট) বার্তাসংস্থা আনাদোলু এ তথ্য প্রকাশ করেছে।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানিয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর সাড়ে ৩টায় ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের রেস্তোরাঁয় গোলাগুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে খুঁজে পান।

টিশ জানান, আহত ও নিহতরা ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহত তিনজন পুরুষের বয়স ১৯, ২৭ ও ৩৫ বছর। ১৯ বছরের তরুণ ঘটনাস্থলেই মারা যান, আর বাকি দুজন হাসপাতালে মৃত্যুবরণ করেন। আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে কারও অবস্থা প্রাণঘাতী নয়।

কমিশনার বলেন, ভিড়ে ঠাসা রেস্তোরাঁয় ঝগড়ার জেরে গোলাগুলি শুরু হয়। প্রাথমিকভাবে এটি গ্যাং-সম্পর্কিত সহিংসতা হিসেবে দেখা হচ্ছে। তিনি উল্লেখ করেন, কিছু ভুক্তভোগী ঘটনার সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু নিরীহ মানুষও এতে আহত হয়েছেন।

এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে ৪২টি খালি গুলির খোসা উদ্ধার করেছেন।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এটিকে “ভয়াবহ বন্দুক সহিংসতা” হিসেবে বর্ণনা করেছেন। তিনি স্মরণ করান, কয়েক সপ্তাহ আগে ম্যানহাটনে আরেকটি হামলায় চারজন নিহত হয়েছিলেন, যার মধ্যে একজন এনওয়াইপিডি কর্মকর্তা ছিলেন। অ্যাডামস বলেন, “এ ধরনের বন্দুক সহিংসতা সম্প্রদায় ও শহরের জন্য গভীর ক্ষত সৃষ্টি করে।” তিনি জানান, শহরে অবৈধ অস্ত্র বাজেয়াপ্তে অভিযান চালিয়ে ইতোমধ্যেই ২২ হাজারের বেশি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারকে সহায়তা এবং প্রতিশোধমূলক সহিংসতা প্রতিরোধে ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয়েছে।

এনওয়াইপিডি কমিশনার টিশ বলেন, “এই বছরের প্রথম সাত মাসে গুলিবর্ষণ এবং গুলিবিদ্ধের সংখ্যা রেকর্ড কম ছিল। আজ ভোরে যা ঘটল, তা নিঃসন্দেহে ভয়াবহ এবং ব্যতিক্রমী একটি ঘটনা।”

কেন জোট হল না— যা বলছে ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াতে আমিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন শুরু
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রীয়ভাবে নবাব সলিমুল্লাহর জন্ম ও মৃত্যুবার্ষিকী পালনের…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির …
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9