ইতালিতে লেকের পানিতে ডুবে বাংলাদেশি কিশোরের মৃত্যু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৮:৫৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৭:৪৪ AM
ইতালির ত্রেনতিনো অঞ্চলের মোলভেনো লেকে খেলার সময় ডুবে প্রবাসী বাংলাদেশি আব্দুস সামাদ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্থানীয় সময় দুপুরে পরিবারসহ বনভোজনে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সামাদের মৃত্যু হয়।
নিহত কিশোরের বাবা আবুবক্কর সিদ্দিক ইতালির ভেনিস শহরের এবিএম জাহাজ নির্মাণ কোম্পানির চেয়ারম্যান। আব্দুস সামাদ তার বড় ছেলে। পরিবার ইতালিতে প্রায় ২০ বছর ধরে বসবাস করছে। নিহত কিশোর ভেনিসের একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।
প্রতিবেশী সজিব আল হুসাইন জানিয়েছেন, দুপুরে খাওয়া-দাওয়ার পর পরিবারের সঙ্গে কিশোর সামাদ লেকে গোসল করতে নেমেছিল। খেলাধুলার সময় হঠাৎ সে লেকের পানিতে নিখোঁজ হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়, তবে হাসপাতালে পৌঁছানোর পর তার মৃত্যু ঘটে।
মরদেহ দেশে আনা হবে নাকি ইতালিতে দাফন করা হবে, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।